শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৯ জুন, ২০২২, ১০:৪০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২২, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়

জন্মলগ্ন থেকেই ঘৃণার রাজনীতি করে বিজেপি

রাশিদুল ইসলাম : মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন মুসলিম দেশের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘জন্মলগ্ন থেকেই ঘৃণার রাজনীতি করে বিজেপি।বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট হয়েছে।’  

সুখেন্দুশেখর রায় বলেন, ‘একজন ধর্মগুরুর বিরুদ্ধে ঘৃণাসূচক, বিদ্বেষমূলক বক্তব্য দেশ-বিদেশে ব্যাপক  কুপ্রভাব ফেলেছে। ভারতীয় পণ্য বয়কট হচ্ছে। সরকার কেন ব্যবস্থা গ্রহণ করেনি? ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ২৯৫-এ ধারা প্রয়োগ করাই যেত! মোদি সরকারের  কাছ থেকে এর জবাব চাই।’

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন,  ‘এর থেকে অনেক লঘু পাপে আইন ভাঙার দায়ে  অন্যের যখন ‘ইউএপিএ’ ধারায় জেল হয়, তখন বিজেপির মুখপাত্ররা আগাম নিরাপত্তা  পান।’

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সাসপেন্ড করায় বিজেপির মধ্যে এবং তাদের  ভোটব্যাঙ্কের একাংশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  বিশ্লেষকদের মতে,  দলের একাংশ মনে করছে, উপসাগরীয় দেশগুলোর চাপেই নুপূর শর্মাকে সাসপেন্ড করা  হয়েছে। এরফলে অসন্তোষ বাড়ছে। সেই ক্ষোভ সামাল দিতেই কার্যত মরিয়া হয়ে এখন ভারসাম্য  করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তারই  ফলস্বরূপ এবার সাসপেন্ড হওয়া নূপুর শর্মা ও তার পরিবারকে ৪৮ ঘণ্টার মধ্যে  পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।  

দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, নূপুর শর্মা পুলিসকে জানিয়েছেন, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেই কারণেই বিশেষ পুলিশি পাহারা। কিন্তু বিরোধীদের মতে, এভাবে আসলে মোদি সরকার কিছুটা হলেও কট্টরবাদীদেরও তুষ্ট করার চেষ্টা চালাচ্ছে। মোদি সরকার এবং বিজেপি ধর্মীয় অসহিষ্ণুতার কাছে আত্মসমর্পণ করেছে। যাকে সাসপেন্ড করা হল, তার জন্যই পুলিশি নিরাপত্তা? এ ভাবে কটাক্ষ করছে বিরোধীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়