শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৪ জুন, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২২, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে কয়েক দশকে প্রথম কার্যকর হতে যাচ্ছে মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ইমরুল শাহেদ: মিয়ানমারের সামরিক শাসকরা বলেছে, দু’জন খ্যাতিমান গণতন্ত্রকর্মী মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করে ব্যর্থ হয়েছেন। তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। কবে, কখন এবং কোথায় এই মৃত্যুদণ্ড কার্যকর হবে তা বিস্তারিত কিছু জানানো হয়নি। গত কয়েক দশকে এটাই হবে ফাঁসির মাধ্যমে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা। আল-জাজিরা

সামরিক অভ্যুত্থানের পর এক বিবৃতিতে গণতন্ত্রপন্থী কাইয়ো মিন ঝু এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির পার্লামেন্ট সদস্য পাইয়ো জেয়া থোকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। তাদেরকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সামরিক ট্রাইব্যুনাল গত জানুয়ারিতে এই অভিযোগে তাদের মৃত্যুদণ্ড প্রদান করে।  

সামরিক বাহিনীর একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের করা আপিল প্রত্যাখান হয়েছে। 

বার্মিজ ভাষায় প্রচারিত বিবিসিকে মুখপাত্র জো মিন তুন বলেছেন, ‘আগেই মৃত্যুদণ্ড প্রাপ্তরা আপিল করতে পারতেন এবং এ ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না হতো তাহলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হতো না।’

তিনি বলেন, ‘এখন তাদের আপিল খারিজ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।’

মৃত্যুদণ্ড প্রাপ্তদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এটাও জানা যায়নি, মৃত্যুদণ্ড প্রাপ্তদের বিরুদ্ধে আনা অভিযোগ কতোটা সত্য বা মিথ্যা বা তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা। সামরিক বাহিনী কিভাবে বিচার কার্য পরিচালনা করেছে, সেটাও জানা যায়নি। 
ক্ষমতা দখলের পর জান্তাবিরোধী অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। এই দু’জনকেই প্রথম ফাঁসি দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়