শিরোনাম

প্রকাশিত : ০৪ জুন, ২০২২, ০৯:৪২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২২, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরকে বিহারীদের হাতে তুলে দিতে বললেন জিতন রাম

রাশিদুল ইসলাম : জম্মু-কাশ্মীরে হিন্দুদের হত্যা নিয়ে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কংগ্রেস, ‘আপ’, শিবসেনা, তৃণমূলসহ প্রায় সব বিরোধী দলই কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা করেছে। পারসটুডে

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি বলেছেন, কাশ্মীরকে এখন বিহারীদের হাতে তুলে দেওয়া উচিত, তারা সেখানকার পরিস্থিতির উন্নতি করবে। অন্যদিকে, শিবসেনা বলেছে, বর্তমান সরকার কাশ্মীরকে ১৯৯০-এর মতো করে দিয়েছে। 

শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি কাশ্মীরে চলমান টার্গেট কিলিং সম্পর্কে বলেছেন- ‘আজ কাশ্মীরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেমনটি ১৯৯০-এর দশকে ছিল। আপনারা (বিজেপি) উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনার কথা বলেছেন এবং হিন্দুত্বের নামে ভোট পেয়েছেন। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়া সত্ত্বেও জনগণের জীবনযাত্রার কোনো উন্নতি হয়নি।’    

আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও এ জন্য বিজেপিকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, ‘কাশ্মীরের একটি পরিবারের চোখের পানি শুকানোর আগেই আরেকটি হামলার খবর আসে। সন্ত্রাসীরা প্রকাশ্যে মানুষ খুন করে সন্ত্রাস ছড়াচ্ছে কিন্তু বিজেপির তাতে   কোনও গ্রাহ্য নেই। বিজেপি বলুক,  হুঁশ ফিরতে আর কত নিরপরাধ মানুষকে প্রাণ হারাতে হবে?’   

প্রধান বিরোধীদল কংগ্রেসও কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে  বলেছে, সরকার কাশ্মীরের পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস বলেছে- ‘বিজেপি আবার অভিবাসনের যন্ত্রণা দিল। বর্তমানে কাশ্মীরে আবার ১৯৯০ সালের  পরিস্থিতি, যখন বিজেপি জোট সরকারের অধীনে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা করা  হয়েছিল। আজ আবার কাশ্মীরি পণ্ডিতরা পালাতে বাধ্য হচ্ছেন।’

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ‘হাম’ পার্টির প্রধান জিতন রাম মাঝি কাশ্মীরকে ফের বিহারীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি ‘কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়েও সমালোচনা করেছেন। তিনি বলেন- ‘আমরা আগেই বলেছিলাম ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্ম একটি সন্ত্রাসী ষড়যন্ত্র, যা দেখিয়ে কাশ্মীরে ভয়-ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। কাশ্মীরের সন্ত্রাসী ঘটনাগুলো আমার বক্তব্য প্রমাণ করেছে। আমি শুধু এটুকুই বলব কাশ্মীরকে যদি শান্ত করতে হয়, তাহলে আমরা বিহারীদের হাতে তুলে দিন, সব ঠিক হয়ে যাবে।’

গত মার্চে ‘হাম’ নেতা জিতন রাম মাঝি  বলেছিলেন, ‘কাশ্মীর ফাইলস’ সিনেমা সন্ত্রাসীদের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে, যা দেখিয়ে সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরি ব্রাহ্মণদের (পণ্ডিত) মধ্যে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করছে, যাতে কাশ্মীরি ব্রাহ্মণরা ভয়ে কাশ্মীরে ফিরে না আসে। জিতন রাম মাঝি সরকারকে ‘কাশ্মীর ফাইলস’ ফিল্ম ইউনিটের সদস্যদের সন্ত্রাসী সংযোগের তদন্ত করা উচিত বলেও সে সময়ে মন্তব্য করেছিলেন।  

সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায় ও অভিবাসী মানুষদের লক্ষ্যবস্তু করে হত্যা করছে অজ্ঞাত গেরিলারা। বিভিন্ন সময়ে এসব আক্রমণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই ভয়ে কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা আবারও উপত্যকা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়