শিরোনাম

প্রকাশিত : ০৩ জুন, ২০২২, ০২:২২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২২, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিবানদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের প্রথম বৈঠক

তালিবান-ভারতীয় কর্মকর্তাদের বৈঠক

ইমরুল শাহেদ: তালিবান সূত্র জানিয়েছে, ভারতীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাবুল অফিসে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। এক বছর আগে ক্ষমতা গ্রহণের পর এটাই হলো তালিবানদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের প্রথম বৈঠক। আল-জাজিরা

যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর আফগানিস্তানের ক্ষমতায় আসেন তালিবানরা। তারপর যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে দেখা দেয় ক্ষুধা ও দারিদ্র্য। এ সময় ভারত দেশটিকে খাদ্যসহ অন্যান্য সহায়তা প্রদান করে। 

তালিবান প্রশাসনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন মওলাউই আমীর খান মুত্তাকি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সচিব জেপি সিং। তালিবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি টুইট করে বলেছেন, ‘বৈঠকে ভারত-আফগান কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।’

বালখি বলেছেন, ভারতীয় প্রতিনিধিদের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূত্রপাত ঘটালো। 

তালিবান সরকারের সঙ্গে ভারতের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু ভারতের রাষ্ট্রদূত এর আগে কাতারের রাজধানী দোহায় তালিবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তালিবানদের একটি দপ্তর আছে। 

এই সফরের মধ্য দিয়ে তালিবান সরকারকে ভারত স্বীকৃতি দিয়েছে কিনা জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকে বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে আমরা বিষয়টি বুঝার চেষ্টা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়