শিরোনাম

প্রকাশিত : ০২ জুন, ২০২২, ০৪:৫১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২২, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য

এ মাসেই আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত

রাশিদুল ইসলাম : এধরনের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের উপর ভারতের আকাশ থেকে আকাশে যুদ্ধের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনবে, যা মনে করছেন ভারতীয় সমরবিদরা। রুশ ও ফরাসি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উপর কয়েক দশক ধরে ভারতের নির্ভরতা শেষ করার লক্ষ্যে, দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাটি এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্যে প্রস্তুত যা ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অব্যর্থভাবে আঘাত হানতে সক্ষম। 

গত মঙ্গলবার, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২,৯৭১ কোটি রুপি ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। এধরনের ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর ব্যবহারের জন্য, ভারত ডায়নামিক্স লিমিটেড থেকে সংগ্রহ করা হচ্ছে। এধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ২০০ টিরও বেশি সুখোই সু-৩০ এমকেআই এবং ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধ বিমানের মাধ্যমে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়