ইমরুল শাহেদ: পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দেশ এখন ‘আত্মহত্যার’ দোর গোড়ায় রয়েছে। যদি এ সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ‘ডিফল্টে’ পড়তে বাধ্য। জিওটিভি
তিনি বলেন, ‘প্রকৃত সমস্যা হলো দেশ এবং সরকারের মধ্যে। যদি সরকার সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আমি লিখে দিতে পারি যে, তারাতো শেষ হবেনই, প্রথমে শেষ হবে সেনাবাহিনী’।
সাবেক এই প্রধানমন্ত্রী হুশিয়ার করে দিয়ে বলেন, দেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে পরমাণু মুক্ত করার উদ্যোগ নেবে। ১৯৯০ সালে ইউক্রেনের ক্ষেত্রেও এটা করা হয়েছে।
তিনি কার ওপর চাপ প্রয়োগ করছেন তার নাম উল্লেখ না করে বলেছেন, ‘বিদেশে ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো বেলুচিস্তানকে আলাদা করার চেষ্টা করছে। তাদের এই ধরনেরই পরিকল্পনা করছে। এজন্যই আমি চাপ প্রয়োগ করছি।’
তিনি বলেন, জোট সরকার সার্বিক দিক থেকেই যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাইবে, পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ এবং পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি সব সময়ই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, ভারত ও ইসরায়েলকে খুশি করার জন্য কাজ করে গেছেন।
তিনি বলেন, পাকিস্তানকে শক্তিশালী করার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। আমি ক্ষমতাচ্যুত হওয়ার ভারতে আনন্দ উৎসবে মেতেছে। একইভাবে মেতেছে শেহবাজ শরীফও। মনে হয়েছে তিনি যেন একজন ভারতীয়।
তিনি একটি স্বাধীন পররাষ্ট্র নীতি চেয়েছিলেন বলে ভারত কখনোই চায়নি তিনি ক্ষমতায় থাকেন। সাক্ষাৎকারে এমনটাই উল্লেখ করলেন ইমরান খান।
আপনার মতামত লিখুন :