শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০১ জুন, ২০২২, ০৪:২১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২২, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানকে ঘিরে চীনের ‘যুদ্ধ প্রস্তুতি টহল’ 

যুদ্ধ প্রস্তুতি টহল

ইমরুল শাহেদ: স্বশাসিত তাইওয়ানের চারপাশের  জলে ও স্থলে ‘যুদ্ধ প্রস্তুতি টহল’ চালিয়েছে বলে চীনা সূত্র জানান দিয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে যে, তাইওয়ান তাদের মূল ভূখন্ডের অংশ। আল-জাজিরা

পিপলস লিবারেশন আর্মি ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি এই টহল মহড়া চালানো হয়েছে। মার্কিন-তাইওয়ান গোপন চুক্তির বিরুদ্ধে এই মহড়া ছিল অপরিহার্য।
বুধবারের বিবৃতিটিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ইদানিং প্রায়ই তাইওয়ান ইস্যুতে কথা বলছে। তারা বলছে একটা, করছে আরেকটা। তারা তাইওয়ানের স্বাধীনতা শক্তিকে অকুন্ঠ সমর্থন দেওয়ার কথা বলছে। এভাবে তাইওয়ানকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’ 

এ সপ্তাহে চীনের ৩০টি বিমান দক্ষিণপশ্চিম তাইওয়ানের আকাশসীমায় মহড়া চালিয়েছে। এই ৩০টি বিমানের বেশির ভাগই যুদ্ধবিমান। মার্কিন সিনেটর তাম্মি ডাকওর্থ যখন তাইওয়ান সফর করছেন, তখনই এই মহড়া চালানো হলো। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, সিনেটরের সফর কালে বেইজিং গম্ভীরভাবে নিজেকে উপস্থাপন করেছে।  

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট মার্কিন রাজনীবিদদের বিনীতভাবে অনুরোধ করছি, তারা যেন ‘এক-চীন’ নীতি মেনে চলেন। তাছাড়া যুক্তরাষ্ট্রকে খুব দ্রুতই তাইওয়ানের সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতা বন্ধ করতে হবে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল বার্তা প্রদান থেকে বিরত থাকতে হবে। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য জোরদার ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে চীন’। 

বেইজিং সংস্থা স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ানও এক সংবাদ সম্মেলনে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা পরিচালিত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত হওয়া’ ‘খুব বিপজ্জনক’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়