শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ০১ জুন, ২০২২, ০১:৪০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২২, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের সাথে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় পাকিস্তান 

শেহবাজ শরীফ

ইমরুল শাহেদ: তুরস্ক-পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী তিন বছরে এই লক্ষ্য অর্জনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি তুরস্কের বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগের আহবান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, তাদের জন্য পাকিস্তান সরকারের পূর্ণ সমর্থন থাকবে। জিওটিভি

শেহবাজ শরীফ বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ ত্যাইপ এরদোগানের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোও আলোচিত হবে। এছাড়া আলোচনা হবে দুই দেশের প্রতিনিধি পর্যায়েও।
তুরস্কের ‘ইউনিয়ন চ্যাম্বার্স এ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কি’ (টিওবিবি)-র প্রেসিডেন্ট রিফাত হিসারসিক্লিওগ্লু আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘১.১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা একটা তুচ্ছ বিষয়। আমরা দুই পক্ষ চাইলে এই ব্যবসাকে ৫ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি। চলুন আমরা দ্রুতই দ্বি-পাক্ষিক বাণিজ্য শুরু করে দেই।’

তিনি তুরস্কের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বিগত চার বছরে তারা পাকিস্তানে ব্যবসা করতে গিয়ে যেসব বাধাবিপত্তির মুখোমুখি হয়েছেন সেটা এখন থেকে থাকবে না। ভবিষ্যতেও পাকিস্তানে তাদের কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বাস দেন। 

তিনি বলেন, ব্যবসা ক্ষেত্রের সকল বাধা অপসারণ করেছে বর্তমান সরকার। তিনি বলেন, ‘বিনিয়োগকারীরাই আমাদের মেরুদণ্ড। তাদের জন্য আমরা লাল গালিচা বিছিয়ে রেখেছি।’ এ সময় তিনি রিসেপ ত্যাইয়েপ এরদোগানের নেতৃত্বে বিশ্বময় তুরস্ক অগ্রগতি ও উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছে, তার প্রশংসা করেন। 

সাইপ্রাস ইস্যুতে তুরস্কের প্রতি পাকিস্তানের যে পূর্ণ সমর্থন আছে তা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আবারও উল্লেখ করেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়