শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ০১ জুন, ২০২২, ১০:৫৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২২, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরীবদের টাকা না দিলে বিজেপি সরকারের বিদায় চান মমতা 

রাশিদুল ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘হয় গরীব মানুষদের ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি সরকার বিদায় নাও। তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই।’ তিনি মঙ্গলবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ১০০ দিনের কাজের টাকা না দিলে তিনি ব্লকে ব্লকে মিটিং করবেন। বিজেপির নেতারা মিটিং করতে আসলে জিজ্ঞেস করবেন ১০০ দিনের কাজের টাকা কোথায়? আমাদের টাকা নিয়ে দিল্লিতে পালাও, আর বাংলার টাকা তোমরা দাও না। তোমরা ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছ না, বাংলার বাড়ির টাকা দিচ্ছ না, গ্রাম সড়ক যোজনার টাকা দিচ্ছ না, গম দিচ্ছ না, চাল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছ।

মমতা বলেন, ‘আর কোথায় গেল উজালা গ্যাস প্রকল্প? রান্নার গ্যাস, গ্যাস বেলুনের মত গ্যাস বেরিয়ে গেছে। নির্বাচন আসলে ‘উজালা’প্রকল্প, আর নির্বাচন চলে  গেলে খান ধোকলা। নির্বাচন আসলে বলে গরীব মানুষকে গ্যাস দেবো। উজালা প্রকল্পে আগে বিনা পয়সায় গ্যাস পেতেন। আর এখন একটা গ্যাসের জন্য গরীব মানুষের ৮০০ টাকা লাগে। তাহলে উজালা প্রকল্পের কী প্রয়োজন? তার থেকে চুলোয় রান্না করা ভালো। অন্য সাধারণ মানুষের জন্য এক ব্যারেল গ্যাসের জন্য এক হাজার টাকা  গ্যাসের দাম দিতে হয়।’  

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। নোট বাতিল করলেন। নোট বাতিল করে কী বললেন, দেশে অর্থনৈতিক সংস্কার হবে। কিন্তু আজকে রিজার্ভ ব্যাঙ্ক বলছে ওটা সবচেয়ে বড় কেলেঙ্কারি! ৫০০ টাকার নোট একশো ভাগের বেশি ভেজাল। সব ভেজাল। মোদির সরকার, ভেজাল সরকার।  বিজেপি সরকার ভেজাল সরকার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।       

  • সর্বশেষ
  • জনপ্রিয়