শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩১ মে, ২০২২, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২২, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের সাথে বাণিজ্য বাড়ানোর গুরুত্বারোপ পাকিস্তান প্রধানমন্ত্রীর

শেহবাজ শরীফ

ইমরুল শাহেদ: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যপ এরদোগানের নিমন্ত্রণে মঙ্গলবার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিন দিনের সফরে তুরস্ক রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই হলো তার প্রথম বিদেশ সফর। এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে তুরস্ককে আশ্বস্ত করেছেন। আনাদুলু গণমাধ্যমকে শেহবাজ শরীফ বলেছেন, তিনি পাকিস্তানকে স্বনির্ভর ও রাজনৈতিকভাবে স্থিতিশীল করে তুলতে চান। জিওটিভি

তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রাক্কালে এক টুইটে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কোন্নয়নের এটাই হলো উপযুক্ত সময়। আমাদের নতুন লক্ষ্য হলো আঞ্চলিক যোগাযোগ, উন্নয়নে অংশীদারিত্ব এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এসব নিয়েই এরদোগানের সঙ্গে আলোচনা হবে।’

তুরস্কের গণমাধ্যমকে পূর্বাহ্নে শেহবাজ শরীফ বলেছেন, ‘পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সম্পর্ক গভীর হওয়ার কারণ হলো দুই দেশের ধর্ম, সংস্কৃতি এবং ভাষাগত সম্পর্ক।’ তিনি বলেন, গত সাড়ে সাত দশকের কূটনৈতিক সম্পর্কের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।

এক প্রশ্নের জবাবে শেহবাজ শরীফ বলেন, ‘পাকিস্তান এবং তুরস্ক মূল জাতীয় স্বার্থের সব ইস্যুতে একে অপরকে সমর্থন করে - তা জম্মু ও কাশ্মীর বা উত্তর সাইপ্রাস হোক।’ 

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেওয়ায় তিনি তুরস্ককে ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়