শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩১ মে, ২০২২, ০২:৪৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানের আকাশে চীনের ৩০ যুদ্ধবিমান

যুদ্ধবিমান

ইমরুল শাহেদ: প্ররোচনামূলক উত্তেজনা সৃষ্টি করার জন্য চীনকে দায়ি করেছে যুক্তরাষ্ট্র। এ বছরে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনের এ ধরনের প্রবেশ করার ঘটনা দ্বিতীয়বার ঘটলো। তাইওয়ান বিবিসিকে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের পাঠানো ৩০টি যুদ্ধবিমানকে সতর্ক করতে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বিবিসি, আল-জাজিরা

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই ৩০টি বিমানের দুই-তৃতীয়াংশই যুদ্ধবিমান। এগুলো সোমবার প্রবেশ করেছে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষার একটি অংশে (এডিআইজেড)। 

বিবিসি জানিয়েছে, সোমবারের এই ঘটনাটি জানুয়ারির পর সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে এডিআইজেড এলাকায় ৩৯টি বিমান প্রবেশ করেছিল। চলতি মাসের শুরুর দিকে উক্ত এলাকায় চীনের ১৮টি বিমান প্রবেশ করে। 

বেইজিংয়ের দাবি হলো, স্বশাসিত তাইওয়ান তাদের। তবে দ্বীপ দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য তারা শক্তি প্রয়োগের কথা অস্বীকার করেনি।
তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র এখনো কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশটির সমর্থক যুক্তরাষ্ট্র এবং দেশটি তাইওয়ানকে অস্ত্রও সরবরাহ করছে। দুই দেশের মধ্যে একটা ‘কৌশলগত’ অস্পষ্টতা রয়েছে। 

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনের অনুপ্রবেশ নিয়ে মঙ্গলবার প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তাইওয়ানের সেনাবাহিনী ও মার্কিন ন্যাশনাল গার্ডের মধ্যে সমঝোতার একটা পরিকল্পনা রয়েছে।    

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান আক্রমণের বিরুদ্ধে চীনকে সতর্ক করার কয়েক দিন পর চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ ছাড়া একজন মার্কিন কর্মকর্তা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যাওয়ার দিন ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়