শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ৩১ মে, ২০২২, ০২:১৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২২, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুতিন ইউক্রেন আক্রমণ করবেন, আমি কিভাবে জানব’

ইমরান খান

ইমরুল শাহেদ: ব্রিটিশ টিভি চ্যানেল স্কাইনিউজকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অনেকটা রেগে গিয়ে তার মস্কো সফর নিয়ে বলেন, ‘আমি কিভাবে জানব যে, সেদিনই পুতিন ইউক্রেন আক্রমণ করবে?’ তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মার্ক অস্টিন। জিওটিভি

ইমরান খান বলেছেন, তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থন করেন না এবং এক্ষেত্রে তার কিছু করারও নেই। তিনি বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে তার একটা ‘গোপন কাগজ’ তার হাতে রয়েছে। 

এরপর তার কাছে নারীদের নিয়ে তালিবানদের একটি সাম্প্রতিক আইনের বিষয়ে জানতে চাওয়া হয়, ‘নারীদের দাসত্ব নিয়ে আপনি কি মনে করেন ইমরান? তালিবানরা বলেছিলেন মেয়েরা স্কুলে যেতে পারবে, এখন বলছে তাদের মুখ ঢেকে রাখতে হবে - এভাবে সেখানে যা ঘটছে তা নিয়ে আপনার কোনো উদ্বেগ আছে?’ 

ইমরান খান খান বলেন, ‘দেখুন মার্ক, এসবের জন্য আমি যেমন দায়ি নই, তেমনি আমি তালিবানদের মুখপাত্রও নই।’ ইমরান খান বলেন, ২০ বছর যুদ্ধের পর যদি কোনো সমাধান পাওয়া যায়, তা তাদের পাওয়া উচিত ছিল।

এরপর ইমরান খানের কাছে জানতে চাওয়া হয়, তালিবানরা পাকিস্তানের সমর্থন পেয়েছে, তালিবান যোদ্ধাদের প্রশ্রয় আশ্রয়ও দিয়েছে পাকিস্তান। ‘কিভাবে’ উল্টো প্রশ্ন ছুঁড়ে ইমরান খান বলেছেন, এসব হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার। 

সাক্ষাৎকার শেষ করার আগে ইমরান খান আবারও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণকে তিনি সমর্থন করেন না। ‘এ ব্যাপারে আমাদের কিছু করারও নেই।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়