শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ৩১ মে, ২০২২, ০২:১৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২২, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুতিন ইউক্রেন আক্রমণ করবেন, আমি কিভাবে জানব’

ইমরান খান

ইমরুল শাহেদ: ব্রিটিশ টিভি চ্যানেল স্কাইনিউজকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অনেকটা রেগে গিয়ে তার মস্কো সফর নিয়ে বলেন, ‘আমি কিভাবে জানব যে, সেদিনই পুতিন ইউক্রেন আক্রমণ করবে?’ তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মার্ক অস্টিন। জিওটিভি

ইমরান খান বলেছেন, তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থন করেন না এবং এক্ষেত্রে তার কিছু করারও নেই। তিনি বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে তার একটা ‘গোপন কাগজ’ তার হাতে রয়েছে। 

এরপর তার কাছে নারীদের নিয়ে তালিবানদের একটি সাম্প্রতিক আইনের বিষয়ে জানতে চাওয়া হয়, ‘নারীদের দাসত্ব নিয়ে আপনি কি মনে করেন ইমরান? তালিবানরা বলেছিলেন মেয়েরা স্কুলে যেতে পারবে, এখন বলছে তাদের মুখ ঢেকে রাখতে হবে - এভাবে সেখানে যা ঘটছে তা নিয়ে আপনার কোনো উদ্বেগ আছে?’ 

ইমরান খান খান বলেন, ‘দেখুন মার্ক, এসবের জন্য আমি যেমন দায়ি নই, তেমনি আমি তালিবানদের মুখপাত্রও নই।’ ইমরান খান বলেন, ২০ বছর যুদ্ধের পর যদি কোনো সমাধান পাওয়া যায়, তা তাদের পাওয়া উচিত ছিল।

এরপর ইমরান খানের কাছে জানতে চাওয়া হয়, তালিবানরা পাকিস্তানের সমর্থন পেয়েছে, তালিবান যোদ্ধাদের প্রশ্রয় আশ্রয়ও দিয়েছে পাকিস্তান। ‘কিভাবে’ উল্টো প্রশ্ন ছুঁড়ে ইমরান খান বলেছেন, এসব হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার। 

সাক্ষাৎকার শেষ করার আগে ইমরান খান আবারও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণকে তিনি সমর্থন করেন না। ‘এ ব্যাপারে আমাদের কিছু করারও নেই।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়