শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০২:৪৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে অর্থনৈতিক সংকটের মধ্যেই নতুন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে নেপালের মানুষজন। ঠিক এই সময়ে নতুন করে সপ্তাহে আরও একদিন সরকারি ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটির সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সাপ্তাহিক সরকারি ছুটির দিন যোগ করা হয়েছে। এর ফলে দেশটিতে সরকারি ছুটি হলো দুই দিন।

নেপাল সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি জানান, সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে রোববারকেও সরকারি ছুটির দিন হিসেবে নির্ধারিত হয়েছে। আগে থেকে সরকারি ছুটির দিন ছিল শনিবার।

দক্ষিণ এশিয়ার একের পর এক দেশ অর্থনৈতিক সংকটে ডুবছে। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউ ভালো নেই। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে নেপালের নাম। ফুরিয়ে এসেছে দেশটির ফরেন রিজার্ভ। আসন্ন সংকট ঠেকাতে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে নেপাল সরকার।

বৈদেশিক রিজার্ভ সংকুচিত হওয়ায় নিজেদের আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। বিশেষ করে যেসব পণ্য অগুরুত্বপূর্ণ (গাড়ি, কসমেটিকস ও স্বর্ণ) সেগুলো আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

নেপালের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনখাতভিত্তিক। এছাড়াও রেমিট্যান্সের মাধ্যমে দেশটিতে যোগ হচ্ছে বৈদেশিক মুদ্রা। তবে করোনার থাবায় বদলে গেছে নেপালের চিত্র। পর্যটনখাতে নেমেছে ধস ও রেমিট্যান্সের পরিমাণ কমে গেছে উল্লেখযোগ্য হারে।

নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত আগস্ট থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ১৬ শতাংশ কমে ১ দশমিক ১৭ ট্রিলিয়ন নেপালি রুপি বা ৯৫৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নেপালিদের রেমিটেন্স পাঠানো কমেছে ৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়