রাশিদুল ইসলাম: এ ঘটনার নেপথ্যে কারা জড়িত বা কিভাবে ছাত্রীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তা পুলিশ নিশ্চিত করেনি। আফগানিস্তানের প্রতিবেশি দেশ ইরানে মেয়েদের স্কুলে বিষাক্ত হামলার ঘটনার পর এ ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ সোমবার জানিয়েছে, উত্তর আফগানিস্তানে সার-ই পোল প্রদেশে মেয়েদের স্কুলে প্রায় ৬০ আফগান ছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তারা সকলেই সেরে উঠেছে। ডেইলি মেইল
তালিবানরা বেশিরভাগ কিশোরী ছাত্রীদের স্কুল থেকে ষষ্ঠ শ্রেণির পর পড়াশুনা করতে বা বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করেছে। নারীদের পার্ক সহ পাবলিক স্পেস এবং অধিকাংশ ধরনের কর্মসংস্থান থেকেও নিষিদ্ধ করা হয়েছে।
সার-ই-পোলের পুলিশের মুখপাত্র ডেন মোহাম্মদ নাজারি বলেন, ‘কিছু অজানা লোক একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। এক্ষেত্রে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছিল বা ঘটনার পিছনে কাদের হাত রয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
নাজারি বলেন, মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা ভালো আছে। পুলিশ মুখপাত্র আরও নিশ্চিত করেছেন যে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে আফগানিস্তানের আগের বিদেশী-সমর্থিত সরকারের সময়, মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলা সহ বেশ কয়েকটি বিষাক্ত হামলা হয়েছিল।
তালিবান কর্তৃপক্ষ প্রায় ১২ বছর বয়স পর্যন্ত মেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয় খোলা রেখেছে এবং বলে যে তারা কিছু শর্তে নারী শিক্ষার পক্ষে।
আপনার মতামত লিখুন :