শিরোনাম

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরদোগানকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিব গুতেরেসের

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মহাসচিব তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার অপেক্ষায় রয়েছেন।’

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হয়। 
 
প্রথম দফা নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হলো। প্রথম দফা ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন করার কথা জানান তিনি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়