শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ৩০ মে, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২২, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লখনৌয়ের ‘টিলাওয়ালি মসজিদ’কে ‘লক্ষণ টিলা’ দাবি, বাড়ল নিরাপত্তা

রাশিদুল ইসলাম : ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের কাশীতে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে জরিপ এবং মথুরায় শাহী ঈদগাহ মসজিদ-কৃষ্ণ জন্মভূমি মামলা চলার মধ্যে এবার রাজ্যটির রাজধানী লখনৌয়ের ‘টিলাওয়ালি মসজিদ’ নিয়েও বিতর্ক উত্তপ্ত হয়েছে। পারসটুডে

হিন্দুত্ববাদী সংগঠনগুলো লখনৌয়ের ঐতিহাসিক ‘টিলাওয়ালি মসজিদ’-এর উপর তাদের দাবি তুলে বলেছে, বাস্তবে এটি টিলাওয়ালি মসজিদ নয়, বরং ‘লক্ষ্মণ টিলা’ ছিল।

উল্লেখ্য, হিন্দুত্ববাদী সংগঠনগুলো টিলাওয়ালি মসজিদের সামনে মূর্তি স্থাপনের দাবি জানিয়েছে। একইসঙ্গে হনুমান চালিসা পাঠ ও পদযাত্রার কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ মসজিদ পর্যন্ত অনুষ্ঠিতব্য মিছিল নিষিদ্ধ করেছে এবং হিন্দু মহাসভার রাজ্য শাখার সভাপতি ঋষি ত্রিবেদীকে হেফাজতে নিয়েছে। ঋষি ত্রিবেদীকে গ্রেফতারের পর হিন্দু মহাসভার কয়েকশ’ কর্মী থানা ঘেরাও করে এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানায়। প্রসঙ্গত, ওই মসজিদের ইমাম সৈয়দ ফজলুল মান্নান হুঁশিয়ারি দিয়েছিলেন, মুসলিমরা ওই পদযাত্রার বিরোধিতা করবে।

কয়েক বছর আগে প্রাচীন ওই মসজিদের সামনে লক্ষণের মূর্তি বসানোর কর্মসূচি হাতে নিয়েছিল হিন্দুত্ববাদীরা। স্থানীয় বিজেপি নেতা মণীশ শুক্ল একধাপ এগিয়ে সেই সময়ে দাবি করেছিলেন,  ‘লখনৌ শহরের দেবতা লক্ষ্মণ, তাই এই মূর্তি লখনৌবাসীর কাছে আসলে একটি শুভ বার্তা।’  
হিন্দুত্ববাদীদের সাম্প্রতিক পদযাত্রা কর্মসূচি সম্পর্কে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘লক্ষ্মণ টিলা মুক্তি সংকল্প যাত্রা’ নিষিদ্ধ করা হয়েছে। এবং মসজিদের দিকে যাওয়ার রাস্তায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।’

হিন্দু মহাসভা শহরের বিভিন্ন জায়গায় ‘লক্ষ্মণ টিলা মুক্তি যাত্রা’ বের করার ঘোষণা দিয়েছিল। ঋষি ত্রিবেদীর দাবি, মুসলিম আক্রমণকারীদের আক্রমণের পরে যেমন কাশীর জ্ঞানবাপি এবং মথুরার ঈদগাহকে মন্দির থেকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল, সেভাবে  লক্ষনৌয়ের লক্ষ্মণ টিলাকেও টিলাওয়ালি মসজিদে রূপান্তরিত করা হয়েছিল।  

অন্যদিকে, অওধের ঐতিহাসিকরা টিলাওয়ালি মসজিদ সম্পর্কে বলেছেন, মসজিদটি ১৬ শতকে নির্মিত হয়েছিল। এটি গোমতী নদীর তীরে বিখ্যাত ইমামবাড়ার কাছে অবস্থিত। বিশাল এই মসজিদ ও এর আশপাশের লনে কমপক্ষে একলাখ মানুষ নামাজ পড়তে পারেন।    

স্থানীয় ঐতিহাসিকদের মতে,  ১৮৫৭ সালে ‘সিপাহী বিদ্রোহ’  দমন করার সময়ে ওই এলাকায় কামান দেগেছিল ব্রিটিশ সেনাবাহিনী। সেখান থেকেই টিলা বা স্তূপের উৎপত্তি হয়। আর মসজিদটি তৈরি হয়েছিল মুঘল বাদশাহ আওরঙ্গজেবের আমলে, ১৬৫৮ থেকে ১৭০৭ সালের মধ্যে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়