ইমরুল শাহেদ: পাকিস্তান পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নেওয়াজ শনিবার বিচার বিভাগকে নিরপেক্ষ থাকার ও ইমরান খানের রাজনীতির সঙ্গে দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। জিওটিভি
বাওয়ালপুরের এক জনসভায় তিনি ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, ‘ইমরান খান, আপনি সুপ্রিম কোর্টের মাধ্যমে যে বিপ্লব আনতে চান, পাকিস্তানের জনগণসহ সুপ্রিম কোর্ট নিজেই তা নস্যাৎ করবে।’
মরিয়ম নেওয়াজ বলেন, তিনি প্রথমে প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিতে টেনে আনেন এবং পরে সেগুলোকে গালমন্দ করেন। তিনি বলেন, ‘সুতরাং আমি সম্মান রেখেই সুপ্রিম কোর্টকে বলতে চাই, সুপ্রিম কোর্ট পাকিস্তানের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যেন নৈরাজ্যবাদী ইমরান খানের রাজনীতি থেকে যেন দূরে থাকে। সুপ্রিম কোর্টকে নিরপেক্ষ থাকতে হবে।’
মরিয়ম নেওয়াজের এই মন্তব্যের আগে ইমরান খান ঘোষণা করেছেন তার দল আগামী সপ্তাহে সরকারি দমন-পীড়ন এবং দেশজুড়ে সংঘর্ষের পরে জনসভা করার বিষয়ে স্পষ্টতা চাইতে সুপ্রিম কোর্টে যাবে। তারই সূত্র ধরে মরিয়ম নেওয়াজ বলেন, ‘ইমরান খানের আজাদী মার্চ ব্যর্থ হয়েছে। এজন্য এখন তিনি উচ্চাদালতের সহায়তা চাইছেন। ইমরান খানের ব্যর্থতাকে সুরক্ষা দেওয়া কি সুপ্রিম কোর্টের কাজ?’
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ছয়দিনের আল্টিমেটাম দিয়ে ইসলামাবাদে ইমরান খানের আজাদী মার্চ শেষ হয়েছে। তিনি বলেছেন, যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার নির্বাচন ঘোষণা না করে তাহলে তিনি আবারও ‘পূর্ণ প্রস্তুতি’ নিয়ে রাস্তায় নেমে আসবেন।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের আজাদী মার্চের সময় আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে শেহবাজ সরকারের ব্যয় হয়েছে ১৪৯ মিলিয়ন রুপি।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা এই অর্থ চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার পর তার অনুমোদন দেওয়া হয়। তারপরও আজাদী মার্চে অংশগ্রহণকারীদের ‘রেড জোনে’ প্রবেশ আটকাতে পারেনি নিরাপত্তা বাহিনী। তারা সব ব্যারিকেড সরিয়ে ফেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং কিছু গাছ পুড়িয়ে দেয়।
আপনার মতামত লিখুন :