শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৪১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখ সীমান্তের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক: জয়শঙ্কর

সাজ্জাদুল ইসলাম: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সীমান্তে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। সীমান্তের পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর ও বিপজ্জনক হয়ে আছে। শান্তি বৈঠকে সেনা সরানোর কথা বললেও আদতে চীন সেনার সংখ্যা বাড়াচ্ছে। অস্ত্রশস্ত্রও মজুত করছে। ভারতও তাদের শক্তি বৃদ্ধি করছে। উভয় দেশের সেনারা এখন পরস্পরের মুখোমুখি অবস্থান করছে। টিআরটি ওয়ার্ল্ড, ইন্ডিয়া টুডে

গত শুক্রবার ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে অভিযোগ করেন যে, লাদাখে চীন বার বার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছে। শান্তি চুক্তির পরেও শক্তি বাড়িয়ে চলেছে তারা। তবে চীন সীমান্তে অশান্তি জিইয়ে রাখতে চাইলে ভারতও যে তার উচিৎ জবাব দিতে তৈরি রয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চ থেকে গত শনিবার চীন ইস্যুতে ভারতের এ অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর। চীনকে কড়া সমালোচনা করে তিনি স্মরণ করিয়ে দেন যে, গালওয়ান সংঘর্ষের সময় ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে ভারত তার সবই করবে । সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চীন।

২০২০ সালে এপ্রিল মাস নাগাদ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক বার ভারতে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা। সেই সময় উভয় পক্ষে ২৪ সেনা নিহত হয়। এরমধ্যে ২০ জনই ছিল ভারতীয় সেনা। সেসময় চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির সুরাহা করেছিল চীন ও ভারত। সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়