শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোকা কোলা কোম্পানি কিনে কোকেন মেশাবেন এলন মাস্ক, কিনবেন ম্যাকডোনাল্ডস

রাশিদ রিয়াজ : বিশ্বের সর্বোচ্চ ধনী এলন মাস্ক ঘোষণা দিয়ে বললেন এবার তার লক্ষ্য কোকা কোলা কোম্পানি কেনা। তারপরে তিনি কোকা কোলায় ফের কোকেন মেশাবেন। কোকা কোলায় একসময় সত্যিই কোকেন মেশানো হত। মাস্কসেই ইতিহাসের কথা উল্লেখ করেছেন। ১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায় এক ফার্মাসিস্ট কোকা কোলার ফর্মুলা আবিষ্কার করেন। তার নাম ছিল জন পেম্বারটন। তিনি কোকা কোলায় কোকেন মেশাতেন। তা থেকেই কোকা কোলার ‘কোকা’ কথাটি এসেছে। ওই কোকেন সংগ্রহ করা হত কোকা পাতা থেকে। কোলা শব্দটি এসেছে কোলা নাট থেকে। তার মধ্যে থাকে ক্যাফিন। দি ওয়াল

কোকা কোলার ফর্মুলা যখন আবিষ্কৃত হয়, তখন কোকেন ছিল আইনসিদ্ধ। মানুষের বিশ্বাস ছিল, অল্প পরিমাণে কোকেন সেবন করলে কোনও ক্ষতি হয় না। পেম্বারটন বিজ্ঞাপনে দাবি করেছিলেন, তার আবিষ্কৃত পানীয় ব্রেন টনিক হিসাবে কাজ করে। তা বুদ্ধিজীবীদের পানীয়। পরে তিনি বলতেন, কোকা কোলা আসলে একরকম ওষুধ। তাতে মাথার যন্ত্রণা ও পেটের রোগ সেরে যায়। ক্লান্তি দূর হয়। 
পরবর্তীকালে কোকা কোলার ফর্মুলায় অনেক পরিবর্তন হয়। কোকেন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয় ১৯২৯ সালে। বৃহস্পতিবার বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক মজা করে বলেছেন, তিনি ফের ১০০ বছর আগের ফর্মুলা অনুযায়ী কোকা কোলা তৈরি করবেন। তাতে কোকেন মেশানো থাকবে।

অনেকে ভাবছেন, কোকা কোলায় কোকেন মেশানোর কথা মাস্ক মজা করে বলতে পারেন, কিন্তু তিনি হয়তো সত্যিই ওই কোম্পানি কেনার কথা ভাবছেন। অতীতে মাস্কের কোনও কোনও মন্তব্য অনেকে মজা ভেবে উড়িয়ে দিয়েছেন। পরে বোঝা গিয়েছে, তা পুরোটাই মজা ছিল না। টুইটার কেনার কিছুদিন আগে মাস্ক ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তিনি টেসলার ১০ শতাংশ শেয়ার বেচে দিতে চান। সেই অর্থে তিনি অনেকের পাওনা মেটাবেন। তার পরিকল্পনা ঠিক আছে কিনা সেবিষয়ে তিনি টুইটার ব্যবহারকারীদের থেকে মতামত চেয়েছিলেন। ৫৭ শতাংশ টুইটার ইউজার বলেছিলেন, মাস্ক ঠিকই ভেবেছেন। পরে তিনি টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বেচে দেন। 

বৃহস্পতিবার মাস্ক বলেছেন, কোকা কোলার পাশপাশি তিনি আরও একটি বিশ্ববিখ্যাত কোম্পানি কিনবেন। সেই কোম্পানিটি হল ম্যাকডোনাল্ডস। তারপর ওই কোম্পানির যতগুলি আইসক্রিম মেশিন খারাপ হয়ে গিয়েছে, সবগুলি সারাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়