মিহিমা আফরোজ: জামশিদ শারমাহদ নামে ইরানের একজন নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগে দুই ইরানি কুটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। গত মঙ্গলবার ইরান কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। গাল্ফ নিউজ
জামশিদ শারমাহদ একজন জার্মান বংশোদ্ভূত ইরানের নাগরিক এবং মার্কিন বাসিন্দা। সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরান কর্তৃপক্ষের মতে, শারমাহদ একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যে গোষ্ঠী ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে উৎখাত করা রাজতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে কাজ করেছিল। কিন্তু তার পরিবার দাবি করেছে যে তিনি শুধুমাত্র বিরোধী গোষ্ঠীর মুখপাত্র ছিলেন। এছাড়া তিনি কোন ধরণের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, বার্লিনে ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তিনি তলব করেছেন এবং তাকে জানিয়েছেন, আমরা জার্মান নাগরিকের অধিকারের প্রতি এই অন্যায় আমরা মেনে নেব না। আর এ কারণেই জার্মান সরকার ইরানি দূতাবাসের দুই সদস্যকে অবিলম্বে জার্মানি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সম্পাদনা: রাশিদ
এমআইএ/এসএ
আপনার মতামত লিখুন :