রাশিদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রে তৈরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যে এধরনের প্যাট্রোল অ্যাসল্ট রাইফেল কেনার জন্যে পুনরায় সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এর আগে এধরনের রাইফেল যুক্তরাষ্ট্র থেকে কেনার বিষয়টি বাতিল করা হয়েছিল। দি প্রিন্ট
[৩] ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এধরনের রাইফেল ভারতীয় সেনাবাহিনীর জন্যে ৬৬,৪০০টি, বিমান বাহিনীর জন্য ৪,০০০ এবং বাকিগুলো নৌবাহিনীর আনার চুক্তি স্বাক্ষর করে ভারত। দেশটির সেনাবাহিনী তখন ৪০০ টিরও বেশি পদাতিক ব্যাটালিয়নকে এধরনের রাইফেল দিয়ে সজ্জিত করা হয়।
৪] যুক্তরাষ্ট্র থেকে আনা এসব রাইফেলে ভারতে তৈরি গুলি ব্যবহারও করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। এর কারণ মার্কিন বুলেটগুলো ছিল ব্যয়বহুল।
[৫] একটি নির্দিষ্ট সংখ্যক বাইপড সংগ্রহ করে ভারতে এধরনের রাইফেলকে একাধিক ভূমিকায় ব্যবহার এবং এর কার্যকর পরিসীমা আরও বেশি দূরত্বে বৃদ্ধি করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :