শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৩:৫১ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিভিন্ন এজেন্সি দিয়ে ভারতে তুঘলকি রাজত্ব চালাচ্ছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘এটা মা-মাটি-মানুষের পার্টি। এটা বিজেপি পার্টি নয়। বিজেপি পার্টি তো তুঘলকি রাজত্ব চালাচ্ছে ভারতে। বৃহস্পতিবার তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পারসটুডে

[৩] মমতা বলেন, কারও আজকে বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগরিক অধিকার নেই। সব অধিকারকে খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপি’র লোক ছাড়া কেউ যাবে না। 

[৪] তিনি বলেন, ‘তুঘলকি কাণ্ড করে যদি বিজেপি মনে করে তৃণমূলকে আপনারা স্তব্ধ করতে পারবেন, জেনে রাখবেন তৃণমূল জব্দ করে, তৃণমূল স্তব্ধ কখনো হয় না। তৃণমূল এতটাই শক্তিশালী।’

[৫] মমতা বলেন, সিপিএম-কংগ্রেস আর বিজেপি একেবারে তিনজন ভাই ভাই। তারা মানুষের ক্ষতি ছাড়া কোনও ভালো করে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়