রাশিদুল ইসলাম : [২] ভারতে আওরঙ্গজেবের কবর ধ্বংস করার দাবি জানিয়েছে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে ‘এমএনএস’ বলছে, উদ্ধব ঠাকরে সরকারের উচিত মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলা। এরপরে, মহারাষ্ট্র সরকার আওরঙ্গাবাদের খুলদাবাদে আওরঙ্গজেবের কবরের আশেপাশে পুলিশি নিরাপত্তা বাড়িয়েছে। পারসটুডে
[৩] হিন্দি গণমাধ্যম ‘এবিপিলাইভ ডটকম’ সূত্রে প্রকাশ, ‘এমএনএস’ বলছে শিবাজীর ভূমিতে আওরঙ্গজেবের কী কাজ? ‘এমএনএস’-এর মুখপাত্র গজানন কালে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে বলেছেন, শিবাজীর ভূমিতে আওরঙ্গজেবের কবরের কী দরকার? এই কবরটি ভেঙে ফেলা উচিত যাতে সেখানে লোকেরা না যায়।
[৪] বৃহস্পতিবার হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, রাজ ঠাকরের দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র (এমএনএস) হুমকির পর উদ্ধব ঠাকরে সরকার আওরঙ্গাবাদে আওরঙ্গজেবের কবর পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
[৫] রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে যাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত না হয়।
আপনার মতামত লিখুন :