শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৩:২১ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্য সংকটে আরো অবনতির দিকে যেতে পারে শ্রীলংকা

শ্রীলংকা

ইমরুল শাহেদ: [২] শ্রীলংকার অর্থনৈতিক সংকট প্রকট হওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী খাদ্যাভাবের বিষয়ে সকলকে সতর্ক করেছেন। একইসঙ্গে তিনি যথেষ্ট পরিমাণ সার আমদানির প্রতিশ্রুতি ব্যক্ত করে, ফলন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। ডন

[৩] গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে রাসায়নিক সারের ব্যবহার নিষিদ্ধ করলে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটে। এরপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও উল্লেখযোগ্য কোনো আমদানির ঘটনা ঘটেনি। 

[৪] প্রধানমন্ত্রী রনিল উইক্রেমিসিঙ্গে বৃহস্পতিবার এক টুইটার বার্তায় বলেন, ‘মে-আগস্ট ঋতুতে সার পাওয়ার জন্য সময় কম, এজন্য সেপ্টেম্বর-মার্চ ঋতুর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্ব অনুধাবনের জন্য আমি সকলকে অনুরোধ করছি।’

[৫] রাজাপাকসে শুক্রবার মন্ত্রিপরিষদে আরো নয়জনকে নিয়োগ দিয়েছেন। এরমধ্যে স্বাস্থ্য, বাণিজ্য ও পর্যটন মন্ত্রিও রয়েছেন। কিন্তু তিনি অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। সম্ভবত এই মন্ত্রণালয় তিনি নিজের হাতেই রাখবেন। 

[৬] পর্যটন নির্ভর শ্রীলংকা ভয়াবহভাবে বৈদেশিক মুদ্রার সংকটে আছে। সেখানকার জ্বালানি, ওষুধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা হামাগুড়ি দিয়ে চলছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়