শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ১০:২৫ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদানে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার হোয়াইট হাউসে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সাউলি নিনিসটোর সাথে সাক্ষাতের পর এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফিনল্যান্ড ও সুইডেন দুই দেশের ন্যাটো সদস্যপদ পাওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিবে যুক্তরাষ্ট্র। বিবিসি

[৩] বাইডেন আরো বলেন, এই দুই দেশের ন্যাটোতে যোগ দেওয়া ইউরোপীয়দের  নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ দুই দেশে ন্যাটোতে যুক্ত হলে আমাদের মিত্রদের নিরাপত্তাও বাড়বে।

[৪] পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই দু দেশের সদস্যপদ পেতে হলে ন্যাটোর অন্তর্ভুক্ত ৩০টি দেশেরই সমর্থন লাগবে। তবে এ দুই দেশের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করেছে তুরস্ক।

[৫] পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান আমার কাছে গুরুত্বপূর্ণ সংকেত। এটা ইউরোপের নিরাপত্তাকে শক্তিশালী করবে। সুইডেন ও ফিনল্যান্ডে আক্রমণ হলে পোল্যান্ড সাহায্যে এগিয়ে আসবে। সম্পাদনা : রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়