শিরোনাম

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ১০:৩৭ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

সুমাইয়া মিতু: [২] বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। কৃষকদের লাগামহীন তেল রপ্তানির ফলে দেশের বাজারে ভোজ্যতেলের সংকট দেখা দেওয়ায় গত ২৮ এপ্রিল থেকে বিশ্ব বাজারে ভোজ্যতেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। তবে বৃহস্পতিবার বিশ্ব বাজারে স্বস্তি ফেরাতে পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ইন্দোনেশিয়া।

[৩] ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো একটি অনলাইন ব্রিফিংয়ে বলেন, অপরিশোধিত পাম তেল এবং পাম ওলিন এবং ব্যবহৃত রান্নার তেলসহ অন্যান্য পরিশোধিত পণ্য রপ্তানি আগামী ২৩ মে থেকে পুনরায় শুরু হতে পারে।

[৪] ইন্দোনেশিয়ার এ তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা, ইউক্রেনে রাশিয়ার অগ্রাসনের কারণে বিশ্বব্যাপী যে ঘাটতি তৈরি করেছে তাকে আরো খারাপের দিকে নিয়ে গেছে। সম্পাদনা: মোহাম্মদ রকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়