শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৩:১০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মথুরার মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধে হিন্দুত্ববাদীদের মামলা

রাশিদুল ইসলাম : [২] ভারতের মথুরার শাহী ঈদগাহ মসজিদে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দাবি করে আদালতে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, ওই মসজিদের নিচে রয়েছে হিন্দু মন্দির। হিন্দুদের ভগবান কৃষ্ণের জন্মস্থানে মন্দির ভেঙ্গে মসজিদ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। এ নিয়ে ২০২০ সালে দায়ের করা আরেকটি মামলা এখনো আদালতে চলছে। এখন হিন্দুত্ববাদীদের দাবি, ওই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত মসজিদে মুসলিমরা প্রবেশ করতে পারবে না। রয়টার্স

[৩] হিন্দুত্ববাদীদের দাবি, ওই মসজিদের নিচেই পাওয়া যাবে হিন্দুত্বের প্রমাণ। ওই প্রমাণ নষ্ট করে দেয়া হতে পারে এমন আশঙ্কা জানিয়ে তারা বলছেন, এ জন্য মন্দির আছে কি নেই তা নিশ্চিত হওয়ার আগে মুসলিমদের মসজিদে প্রবেশ বন্ধ চান তারা। আদালতের জানানো আবেদনে অবিলম্বে পুরো চত্বরটি সিল করার কথা বলা হয়েছে।

[৪] আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। মথুরার প্রাচীর কাটরা স্তূপ এলাকায় ‘শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহী ঈদগাহ মসজিদ। হিন্দুত্ববাদীদের দাবি, ঈদগাহের ওই জমিতে কৃষ্ণের গর্ভগৃহে ছিল প্রাচীন কেশবদাস মন্দির। কাশীর ‘আসল বিশ্বনাথ মন্দিরের’ মতোই মথুরার মন্দিরটিও ধ্বংস করেছিলেন মোগল সম্রাট অওরঙ্গজেব। সেখানে শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়