আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতা নয়। তাদের সঙ্গে শত্রুতা করে টিকতে পারবে না পাকিস্তান। এমনটাই মন্তব্য করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করার মতো সামর্থ্য নেই পাকিস্তানের। তাই দেশটির সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে মঙ্গলবার (২৬ এপ্রিল) এক ইফতার মাহফিলে এসব কথা বলেন শাহবাজ। বুধবার ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চলতি মাসেই অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারায় ইমরান খান সরকার। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবি, বিদেশি (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র ও অর্থের মাধ্যমে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে নতুন করে মন্তব্য করেন শাহবাজ শরিফ। ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না করে সুসম্পর্ক স্থাপন করার কথা বলেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, যদিও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে যে, এখানে (ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে) কোনো বিদেশি ষড়যন্ত্র নেই। এরপরও তিনি বিদেশি ষড়যন্ত্রের ওই চিঠি নিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করবেন।
এদিকে শাহবাজ শরিফ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ডন জানায়, বুধবার (২৭ এপ্রিল) ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে বিলাওয়ালকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ অনুষ্ঠানে শাহবাজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও উপস্থিত ছিলেন।
মাত্র ৩৩ বছর বয়সী তরুণ রাজনীতিক বিলাওয়াল ২০১৮ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। গত ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত থাকলেও তিনি সেদিন শপথ নেননি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কেউ শপথ নেননি।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন পিপিপির হিনা রব্বানি খার। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর শোনা যাচ্ছিল। কয়েকজন পিপিপি নেতার সাক্ষাৎকার থেকেও এর আগে বিলাওয়ালের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিষয়টি একরকম নিশ্চিত হয়।
আপনার মতামত লিখুন :