শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০১:১৩ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২২, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ

জেলেনস্কি

ইমরুল শাহেদ: আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেন, ‘এই যুদ্ধে আমরাই জিতবো।’ হলিউড রিপোর্টার 

তিনি কিয়েভ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে উৎসবের উদ্বোধনে যুক্ত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা, গণমাধ্যমকর্মী, উৎসবে যোগদানকারীরা, সেখানকার স্টাফ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তারকারা। উল্লেখযোগ্য তারকার মধ্যে ছিলেন জুলিয়ান মুর এবং ফরেস্ট হোটেকার। জেলেনস্কি বলেন, ‘চলচ্চিত্রেরও উচিত রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়ে নীরব না থাকা।’ চলচ্চিত্রের মাধ্যমে যুদ্ধ ও স্বৈরশাসকদের কর্মকাণ্ড তুলে ধরার আহবান জানান তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানান।

এ সময় জেলেনস্কি সিনেমা এবং বাস্তবতার মধ্যে সংযোগ সম্পর্কে কথা বলেন। এক্ষেত্রে ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ এবং এডলফ হিটলার ও নাৎসীবাদ নিয়ে চার্লি চ্যাপলিনের ব্যাঙ্গাত্মক ‘দ্য গ্রেট ডিক্টেটর’ এর মতো চলচ্চিত্রের নাম উদাহরণ হিসেবে টানেন তিনি। চলচ্চিত্র নির্মাতাদের যুদ্ধের সময় অলসভাবে না দাঁড়িয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২০ শতকের সবচেয়ে নৃশংস স্বৈরশাসকেরা সিনেমা পছন্দ করতেন’। জেলেনস্কি উল্লেখ করেন, স্বৈরশাসকদের নিয়ে নির্মিত এসব সিনেমাগুলোকে ‘ভয়াবহ ডকুমেন্টারি এবং নিউজরিল’ বলে বিড়ম্বনা দেখিয়েছিলেন।

সম্মানসূচক পালম ডি,অর পাওয়া নির্মাতা হোটেকার বলেন, ‘গত দুই বছরে মহামারির কারণে আমরা প্রিয়জনদের হারিয়েছি বা যুদ্ধের কারণে তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে, যেমন এখন ঘটছে ইউক্রেনে।’

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ মে) রাত ১১টায় পর্দা ওঠে বিশ্বের অন্যতম এই চলচ্চিত্র উৎসবের। এবারের আসর শুরু হয়েছে, ফরাসী ছবি ‘কাপেজ’ এর প্রদর্শনী দিয়ে। ১২ দিনের উৎসব শেষ হবে আগামী ২৮শে মে। এ বছর প্রতিযোগিতা বিভাগে থাকছে বিভিন্ন দেশের ২২টি সিনেমা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়