শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৬ মে, ২০২২, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে মহিষের গোবরও কেনা হবে

ভারতে গরুর গোবর থেকে তৈরি হবে ’সিএনজি’

রাশিদুল ইসলাম : [২] ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রাণিসম্পদ ও দুধ উন্নয়ন মন্ত্রী ধরমপাল সিং বলেছেন, গোবর থেকে ‘সিএনজি’ তৈরি করাই তার অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনে মহিষের গোবরও কিনবো।

[৩] রোববার হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, মন্ত্রী ধরমপাল সিং বলেছেন, ‘সিএনজি’ উৎপাদনকারী কোম্পানির সঙ্গে কথা হয়েছে, যারা প্রতি কেজি গোবর দেড় টাকায় কেনার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা বলেছি প্রতি কেজি দুই টাকা দিতে। কোম্পানির লোকজন বিষয়টি নিয়ে ভাবছেন। তারা গোবর থেকে ‘সিএনজি’ তৈরি করে সরকারকে ডেমোও দেখিয়েছে। শুরুর জন্য মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে বেরেলি বিভাগকে।’ 

[৪] বান্দা সফরে আসা মন্ত্রী ধরমপাল সিং আরও বলেন, সরকার সমাজের সহায়তায় রাজ্যের গোশালাগুলোকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে চায়। গোবর কেনার বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, যতক্ষণ না গোশালাগুলোর অর্থনৈতিক অবস্থা ভালো হয়, ততক্ষণ কাজ হবে না। একটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে।

[৫] তিনি বলেন, এই মুহূর্তে আমরা গ্যাস নির্মাতা কোম্পানিকে বেরেলি ডিভিশনকে মডেল হিসেবে দিয়েছি। তারা পরে ঝাঁসি, গোরক্ষপুর, চিত্রকূট ও অন্যান্য বিভাগে কাজ করবে। এসব বিভাগে গোবর থেকে ‘সিএনজি’ তৈরি হবে। সমাজের সহযোগিতায় বান্দার গোশালাগুলোকে আর্থিকভাবে সচ্ছল করতে চান বলেও মন্ত্রী ধরমপাল সিং মন্তব্য করেন। 

[৬] গত ফেব্রুয়ারিতে মধ্য প্রদেশে দেশের প্রথম ‘গোবর-ধন’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প থেকে দৈনিক ১৭ হাজার টন ‘সিএনজি’ ছাড়াও ১০০ টন প্রাকৃতিক সার উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মধ্য প্রদেশ সরকার ঠিক করেছে ওই প্রকল্প থেকে তৈরি হওয়া গ্যাস ব্যবহার করে ইনদৌর শহরে ৪০০ বাস এবং দেড় হাজার ছোট গাড়ি চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়