আখিরুজ্জামান সোহান: সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন। পার্টির ওয়েবসাইটে রোববার এই সম্পর্কিত একটি ঘোষণা দেওয়া হয়েছে। সিএনএন
অ্যান্ডারসন রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সোশ্যাল ডেমোক্র্যাটরা মনে করি, সুইডেন এবং সুইডিশ জনগণের নিরাপত্তার জন্য সর্বোত্তম হল ন্যাটোতে যোগদান করা এবং এটি এমন একটি সিদ্ধান্ত যা আমরা খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করে নিয়েছি’।
দলের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করা উচিত যদি আবেদন মঞ্জুর করা হয়। তবে তারা সুইডিশ সীমানায় একতরফাভাবে পারমাণবিক অস্ত্র এবং স্থায়ী ঘাঁটি না রাখার শর্তে কাজ করবে বলেও জানিয়েছে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে এক টুইট বার্তায় এটাকে—‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সুইডেন এবং সর্বপরি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি অবনমন ঘটিয়েছে।
এর আগে রোববার সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটাতে যোগদানে আবেদন করার ঘোষণা দেয়। এ দিনই এক সংবাদ সম্মেলনে ন্যাটো প্রধান বলেছেন, সুইডেন-ফিনল্যান্ডের জন্য ন্যাটোর দরজা খোলা।
আপনার মতামত লিখুন :