শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২২, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সেনা প্রধান নিয়োগ নিয়ে পর্যবেক্ষণে ইমরান খান

ইমরান খান

ইমরুল শাহেদ: দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ইমরান খান বুধবার বলেছেন, তার দল নেপথ্য থেকে সব কিছু পর্যবেক্ষণ করছে। সরকার খুব শিগগিরই নতুন সেনা প্রধান নিয়োগ দিতে যাচ্ছে। জিওটিভি

তিনি পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফের সমালোচনা করে অভিযোগ আনেন যে তিনি এমন একজনকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিতে চাইছেন যিনি তার সুরক্ষা নিশ্চিত করবেন। তিনি বলেন, ‘তারা যা খুশি করুক। নওয়াজ শরীফ এমন একজনকে চান যিনি তার স্বার্থ দেখবেন। কিন্তু কোনো সেনা প্রধানই জাতীয় স্বার্থের বাইরে যাবে না।’

লাহোরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পিটিআই প্রধান আলোচিত তোষাখানা কেলেংকারি নিয়েও কথা বলেন। এর একদিন আগে দুবাইয়ের ব্যবসায়ী উমর ফারুক জহুর তোষাখানা উপহার নিয়ে কথা বলেছেন। ইমরান খান উপহারগুলো পেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ফারাহ গোগী ও শাহজাদ আকবরের কাছ থেকে পেয়েছিলেন। 

উপহারগুলোর মধ্যে একটি গ্রাফ হাতঘড়িও ছিল। এটির মূল্য ছিল দুই বিলিয়ন রুপি। জহুর বলেছেন, তার বক্তব্যের পক্ষে তার কাছে প্রমাণ আছে। পিটিআই প্রধান বলেছেন, ‘তোষাখানার ঘড়িটি বিক্রি করা হয়েছে ইসলামাবাদে। তার প্রমাণ আছে।’

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল দাবি করে তিনি একটি গোপন চিঠির কথা সামনে আনেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা ভুলভাবে উপস্থাপন হয়েছে।’

তিনি বলেন, ‘আমি জাতীয় স্বার্থকেই সবার উপরে রাখার চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্র আমার সরকারকে উৎখাত করেছে। কিন্তু জাতীয় স্বার্থে তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্কও রাখতে হবে।’

তিনি বলেন, এখন যেসব সংকট দেখা যাচ্ছে, তার সমাধান নির্বাচনের মধ্যেই রয়েছে। একমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সকল সংকটের অবসান হতে পারে।  

আইএস/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়