শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজটি ঠিক হয়নি: জাস্টিন ট্রুডোকে শি জিনপিং

মিহিমা আফরোজ: জি-২০ সম্মেলনে শি জিনপিং এর সমলোচনার শিকার হন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই শীর্ষ সম্মেলনে অল্প সময়ের জন্য শি জিনপিং এবং ট্রুডোর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জাস্টিন ট্রুডো ইউক্রেন ও রাশিয়ার সামরিক অভিযান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চীনের আগ্রাসন নিয়ে নিজের উদ্বেগের কথা শি জিনপিংকে জানান। কিন্তু পরবর্তীতে ট্রুডো তাদের আলোচনার সকল বিষয়বস্তু কানাডার গণমাধ্যমে পকাশ করেন, যেটির কারণে ক্ষুদ্ধ হন শি জিনপিং। বিবিসি

ট্রুডোর উদ্দেশ্যে শি জিনপিং বলেন, তাদের মধ্যে যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে সেটি কানাডার গণমাধ্যমে প্রকাশ করা উচিত হয়নি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে শি ট্রুডোকে বলছেন, ‘কাজটি ঠিক হয়নি’।

এদিকে শি জিনপিং এর ক্ষোভের পাল্টা জবাব দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, তারা স্বাধীন ও খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং এটি আমরা করে যাব। আমরা দৃড়ভাবে একসঙ্গে কাজ করে যাব। মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হতে পারে, কিন্ত এটিকে সঙ্গে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর প্রতিউত্তরে শি জিনপিং বলেন, আগে সেরকম একটি পরিবেশ তৈরি করুন। এভাবে কূটনীতি হয় না। যদিও চলে যাওয়ার আগে ট্রুডোর সঙ্গে হাত মেলাতে ভুলেননি শি জিনপিং। সম্পাদনা : রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়