শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে: জাতিসংঘ মহাসচিব

ইমরুল শাহেদ: জাতিসংঘ ও আঞ্চলিক ব্লক আসিয়ান দেশগুলোর কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় মিয়ানমারে জান্তাদের গণহত্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক পদক্ষেপের অভাব জান্তাবাহিনীকে আরো সাহসী করে তুলেছে। বেসামরিক লোকদের হত্যা করছে এবং কেবল প্রতিরোধ যোদ্ধারাই তাদের মোকাবিলা করছে। এই পরিস্থিতিতেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মিয়ানমারের সামরিক জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে ঘিরে থাকা ‘অশেষ দুঃস্বপ্ন’ বন্ধ করার এটিই একমাত্র উপায়। ইরাবতি

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। যার পর নিহত হয়েছেন গণতন্ত্রপন্থী রাজনৈতিক কর্মী ও সেনা শাসনবিরোধী হাজার হাজার বেসামরিক মানুষ। সাউথ-ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) আঞ্চলিক ব্লকের 

অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনে ক্রমবর্ধমান এ বিষয়টি বেশ প্রাধান্য পেয়েছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ নভেম্বর) আসিয়ান নেতৃবৃন্দ একমত হয়েছেন যে, কিভাবে মিয়ানমারে রক্তপাত বন্ধ করা যায়, সে বিষয়ে তারা বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন। আসিয়ানের প্রথম দিনের আলোচনায় শীর্ষে ছিল মিয়ানমার সংকট। ভিয়েতনামের নমপেনে অনুষ্ঠিত এই সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যোগ দিচ্ছেন। 

গুতেরেস বলেছেন, আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ। তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনার জন্য গত বছরের এপ্রিল মাসে যে ‘পাঁচ দফা’ প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে প্রাথমিকভাবে মিয়ানমার সম্মতি দিলেও সেটা তারা মেনে নেয়নি। এই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আসিয়ান নেতারা ঘর্মাক্ত হয়েছেন। পক্ষান্তরে রক্তে রঞ্জিত হচ্ছে মিয়ানমার ভূমি।

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়