শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ১১:৫১ রাত
আপডেট : ১৪ মে, ২০২২, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র সংগীত গাইতে গাইতে সন্তান জন্ম দিলেন তরুণী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: বাঙালির জীবনে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর।  প্রেম, প্রকৃতি কিংবা ইশ্বর বন্দনা– সব ক্ষেত্রেই রবিঠাকুরের গানের জুড়ি আজও মেলা ভার।  এবার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বকবির গানকেই বেছে নিয়েছেন এক তরুণী। সন্তান জন্ম দেওয়ার সময় তিনি গাইছিলেন রবীন্দ্রনাথের ‘আমারও পরাণও যাহা চায়’। 

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মে সুম্মিতা দে নামে ওই তরুণী স্থানীয় একটি নার্সিং হোমে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হন।  সিজারিয়ানের অস্ত্রোপচারের সময় চিকিৎসক এবং নার্সরা তার মানসিক চাপ কমাতে তার সাথে কথা বলা শুরু করেন। সুস্মিতা তাদের বলেন, তিনি সংগীতে স্নাতক করেছেন।  তখন তারা সুম্মিতাকে রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য অনুরোধ করে।

চিকিৎসক ও নার্সদের অনুরোধে সুম্মিতা যখন ‘আমারও পরানো যাহা চায়’ গাইছিলেন, তখনই তার মেয়ে দিব্যাংশীর জন্ম হয়। 

এ ব্যাপারে সুম্মিতা বলেন, আমি সেই দিনটি কখনই ভুলব না।  আমি ডাক্তার এবং নার্সদের কথাও ভুলব না।  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মশতবর্ষে আমি কবির প্রতি আমার শ্রদ্ধা এবং ডাক্তার ও নার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে গানের সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছি।  আমি খুশি যে আমি ভালো সাড়া পেয়েছি।

সদ্য মা হওয়া এই তরুণীর ইচ্ছা তার মেয়েও বড় হয়ে গান ভালোবাসবে।  মেয়েকে রবীন্দ্রসংগীত শেখাতে চান বলেও জানিয়েছেন সুস্মিতা।

ভিডিও সৌজন্যে: আজ বিকেল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়