শিরোনাম
◈ মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ দেশে ৪৫ হাজার ভারতীয় বৈধভাবে অবস্থান করছেন, ৫ আগস্ট পর এ সংখ্যা আরো বেড়েছে ◈ একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কী করছিলেন? চীনের এড়িয়ে যাওয়া, জাতির প্রতি ইয়াহিয়ার বার্তা ◈ রাতে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা ◈ বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর তারিখ ঘোষণা করলো থাইল্যান্ড, যেভাবে আবেদন করা যাবে ◈ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ ◈ বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি ◈ মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ◈ পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ট্রুডোকে প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার আহ্বান পাঁচ এমপির ◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২, ০১:৫৪ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২২, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হিজাব বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে রাস্তায় সস্ত্রীক ট্রুডো

আন্দোলনের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ইমরুল শাহেদ: হিজাব নিয়ে ইরানে চলমান বিক্ষোভ আন্দোলনের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার রাজধানী অটোওয়ায় একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। ইরানে হিজাব বিরোধী আন্দোলন চলমান রয়েছে গত ৪০ দিন থেকেই। আরব নিউজ

ট্রুডো একটি সাদা কাপড়ে লাল রঙের কতগুলো হাতের ছবি আঁকা ব্যানারের নিচে দাঁড়িয়ে বলেছেন, ‘ইরানের নারী, কন্যা, দাদীরা এবং তাদেরকে ভুলে যাওয়া যায় না।’ মাশা আমিনির (২২) মৃত্যু হয় পুলিশি হেফাজতে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নারী জন্য নির্ধারিত নিয়ম লংঘন করেছেন।

ট্রুডো হাত তুলে পার্সি ভাষায় শ্লোগান দিতে দিতে বলেন, ‘আমরা তোমাদের সঙ্গে আছি। আমিও আপনাদের সঙ্গে যোগ দেব। আমিও আপনাদের সঙ্গে হাত তুলবো। আমরা সব সময়ই আপনাদের সুন্দর সম্প্রদায়কে সমর্থন দিয়ে যাব।’

প্রধানমন্ত্রীর স্ত্রী সোফিয়া গ্রেগোয়ারে ট্রুডোও এই বিক্ষোভ মিছিলে যোগ দেন। তিনি বলেন, ‘আমিও আপনাদের সঙ্গে আছি। একজন নারীকে যখন প্রত্যাখান করা হয়, তাতে সব নারীকেই অপমান করা হয়। আমরা কোনো বোনকেই পেছনে ঠেলে দিতে চাই না।’     

এদিকে ইরানে বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি শনিবার (২৯ অক্টোবর) আর বিক্ষোভ না করতে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হোয়াইট হাউস ও জায়োনিস্টরা একটি অশুভ পরিকল্পনা করেছে। তবে তার সতর্কবার্তায় কাজ হয়নি। শনিবারও রাস্তায় নেমে আসে ইরানের বিক্ষোভকারীরা।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়