ইমরুল শাহেদ: হিজাব নিয়ে ইরানে চলমান বিক্ষোভ আন্দোলনের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার রাজধানী অটোওয়ায় একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। ইরানে হিজাব বিরোধী আন্দোলন চলমান রয়েছে গত ৪০ দিন থেকেই। আরব নিউজ
ট্রুডো একটি সাদা কাপড়ে লাল রঙের কতগুলো হাতের ছবি আঁকা ব্যানারের নিচে দাঁড়িয়ে বলেছেন, ‘ইরানের নারী, কন্যা, দাদীরা এবং তাদেরকে ভুলে যাওয়া যায় না।’ মাশা আমিনির (২২) মৃত্যু হয় পুলিশি হেফাজতে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নারী জন্য নির্ধারিত নিয়ম লংঘন করেছেন।
ট্রুডো হাত তুলে পার্সি ভাষায় শ্লোগান দিতে দিতে বলেন, ‘আমরা তোমাদের সঙ্গে আছি। আমিও আপনাদের সঙ্গে যোগ দেব। আমিও আপনাদের সঙ্গে হাত তুলবো। আমরা সব সময়ই আপনাদের সুন্দর সম্প্রদায়কে সমর্থন দিয়ে যাব।’
প্রধানমন্ত্রীর স্ত্রী সোফিয়া গ্রেগোয়ারে ট্রুডোও এই বিক্ষোভ মিছিলে যোগ দেন। তিনি বলেন, ‘আমিও আপনাদের সঙ্গে আছি। একজন নারীকে যখন প্রত্যাখান করা হয়, তাতে সব নারীকেই অপমান করা হয়। আমরা কোনো বোনকেই পেছনে ঠেলে দিতে চাই না।’
এদিকে ইরানে বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি শনিবার (২৯ অক্টোবর) আর বিক্ষোভ না করতে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হোয়াইট হাউস ও জায়োনিস্টরা একটি অশুভ পরিকল্পনা করেছে। তবে তার সতর্কবার্তায় কাজ হয়নি। শনিবারও রাস্তায় নেমে আসে ইরানের বিক্ষোভকারীরা।
আইএস/এইচএ
আপনার মতামত লিখুন :