শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২, ১১:০২ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২২, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে পার্লামেন্টে বিল পাস

রাশিদুল ইসলাম: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দাবির মুখে প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর জন্য শুক্রবার দেশটির পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। ফলে আইনপ্রণেতারা সংবিধান সংশোধন করবেন, প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে আনবেন। ডেইলি মিরর অনলাইন

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা গত জুলাইয়ে সরকারবিরোধী তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাস ও জালানি তেল আমদানি ঠিক সময়ে করতে না পারায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, প্রেসিডেন্টের ক্ষমতা কমানো। সংবিধান সংশোধনে আইনপ্রণেতাদের এ উদ্যোগের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের দাবি মানার প্রক্রিয়া শুরু হলো। তুমুল গণ-আন্দোলনের মুখে জুলাইয়ে পতন ঘটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের। পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরলেও নিভৃতে জীবন কাটাচ্ছেন গোতাবায়া। তার পদত্যাগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। এর আগে বিভিন্ন সময় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার অর্থনৈতিক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে প্রেসিডেন্ট হয়েছেন।

সমালোচকরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া ও তার পরিবারের ঘনিষ্ঠজন হওয়ায় রনিলের সরকারে গোতাবায়ার প্রভাব রয়েছে। মূলত এ কারণে শ্রীলঙ্কার রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের ছায়া থেকে বেরিয়ে আসা রনিলের জন্য কঠিন হবে। সংবিধান সংশোধনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ, বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কমে আসবে। এ ছাড়া সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তির শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার পথ রুদ্ধ হবে। আগেও দেশটিতে এমন নিয়ম চালু ছিল। তবে দুই বছর আগে এ নিয়ম বদলে দিয়ে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন গোতাবায়া রাজাপক্ষে। এর মধ্য দিয়ে তিনি তার ছোট ভাই বাসিল রাজাপক্ষেকে নির্বাচনে জিতিয়ে আনেন। পরে বাসিলকে তার সরকারের অর্থমন্ত্রী করেন। বাসিল যুক্তরাষ্ট্রেরও নাগরিক। শ্রীলঙ্কার এখনকার অর্থনৈতিক সংকটের পেছনে অর্থমন্ত্রী বাসিলকে দায়ী করেন অনেকেই।
শ্রীলঙ্কার বর্তমান বিরোধী দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শনিবার বলেন, ‘সাম্প্রতিক সময়ে জনগণের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিলে এটা খুবই গুরুত্বপূর্ণ ও জনহিতকর একটি বিল। তাই আমরা এই বিলে সমর্থন দিয়েছি।’

সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপক হারে কমানোর দাবি তুলেছিলেন। তাই সংবিধান সংশোধন করে শুধু নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর এ উদ্যোগে কাজের কাজ হবে না। এটা সীমিত একটি উদ্যোগমাত্র। আর অনেক পথ পাড়ি দিতে হবে। এ বিষয়ে বিল পাসের আগে পার্লামেন্টে বিতর্কের সময় আইনপ্রণেতা এম এ সুমান্থিরান বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়