শিরোনাম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২, ০৫:৪০ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২২, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সমাজতন্ত্র নির্মাণের ডাক দিলেন শি জিনপিং

রাশিদুল ইসলাম: চীনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের প্রারম্ভিক ভাষণে নয়া সমাজতন্ত্র নির্মাণের ডাক দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীন গত কয়েক দশক ধরে দাবি করে আসছে তারা সমাজতন্ত্রের প্রাথমিক স্তরে রয়েছে। সমাজতন্ত্রের যে ধ্রুপদী ধারণা রয়েছে তার সার্বিক বিকাশের ক্ষেত্রে যে অসংখ্য ঘাটতি রয়েছে তা সিপিসির দলিলে স্বীকার করা হয়েছে বিগত পার্টি কংগ্রেসগুলিতে। সিপিসি এও স্বীকার করেছে যে, নানান পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়েই তারা চলেছে। দি ওয়াল

এবার ঐতিহাসিক পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় সেনসরশিপ চালু করেছে বেইজিং। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কিওয়ার্ড, হ্যাশট্যাগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ হেন পরিস্থিতিতে নদীর উপর সেতু, রেল স্টেশন, বাস টার্মিনাসে গণক্ষোভের ব্যানার, পোস্টার দেখা যাচ্ছে। যার মূল দাবি ‘স্বৈরশাসক শি দূর হঠো।’ 

বেইজিংয়ের অদূরে শিটং নদীর উপর একটি সেতুতে ব্যানার ঝুলিয়েছেন বিদ্রোহী চীনা নাগরিকরা। তাতে লেখা ‘আমরা খাদ্য চাই, আরটিপিসিআর নয়। আমরা ভোট চাই, নেতা নয়। আমরা স্বাধীনতা চাই, লকডাউন নয়। আমরা সংস্কার চাই, সাংস্কৃতিক বিপ্লব নয়। আমরা সম্মান চাই, মিথ্যে নয়। আমরা নাগরিক হতে চাই, দাস নয়।’

হংকং ফ্রি প্রেস বলছে বেইজিংয়ের বেশ কয়েকটি জায়গায় নাগরিক বিক্ষোভও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেসব ছবি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যারা সেসব ছবি পোস্ট করেছিলেন তাদের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে চীনা সরকার। পর্যবেক্ষকদের মতে, মত প্রকাশের স্বাধীনতা, সরকারের সমালোচনার অধিকারই এখন চীনের বড় অংশের নাগরিকদের মূল চাহিদা। 

তবে শি জিনপিং যে ধরনের শাসক, তাতে তিনি অনায়াসে বেইজিংয়ের মসনদে নিজের তৃতীয় মেয়াদ পাকা করে শি আসলে সমাজতন্ত্রের নতুন নির্মাণকে আরও স্বৈরতান্ত্রিক পথেই চালিত করবেন। তা না হলে গোটা ব্যাপারটাটিকে শি জিনপিংয়ের নতুন নির্মাণ হিসেবে অভিহিত করতে পারেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়