শিরোনাম

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ভারসাম্যপূর্ণ ভূমিকায় পুতিনের প্রশংসা

পুতিন ও শি

ওয়ালিউল্লাহ সিরাজ: ইউক্রেন যুদ্ধে ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিয়ের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে এবারই প্রথমবারের মতো দেখা হলো। আল-জাজিরা

উজবেকিস্তানের সামারখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের রুদ্ধদ্বার দ্বিপক্ষীয় বৈঠকের পর এমন প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসসিও’র এই শীর্ষ সম্মেলনকে অনেকে দেখছেন পশ্চিমা বিশ্বে ন্যাটোর মত জোটগুলোর প্রভাব মোকাবিলা করার জন্য একটি পাল্টা জোট হিসেবে। এই জোটে চীন ও রাশিয়া ছাড়াও আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলো। এই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পুতিনকে ‘প্রিয় ও পুরনো বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে চীনা প্রেসিডেন্ট বলেন, মহাশক্তি হিসেবে ভূমিকা রাখার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সামাজিক অস্থিরতায় ঢেকে যাওয়া বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক প্রচেষ্টার জন্য পথপ্রদর্শক ভূমিকা পালন করতেও আগ্রহী।

যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাশিয়াকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মনে করে চীন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। কিন্তু রাশিয়ার যুদ্ধ কোনো সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা থেকেও নিজেদের বিরত রেখেছে শি জিনপিংয়ের প্রশাসন।

ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় চীনে সর্বশেষ মিলিত হয়েছিলেন পুতিন ও শি জিনপিং। পুতিনের চীন সফরের তিন সপ্তাহ পর ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়