শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আবের রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ার ব্যয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের

ইমরুল শাহেদ: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ার ব্যয় ১২ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার সরকার প্রকাশিত এক হিসাবে জানানো হয়েছে। এর মধ্যে নিরাপত্তা ও অভ্যর্থনা ব্যয়ও রয়েছে। ইয়ন

গত আগস্ট মাসে সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যের জন্য বাজেট ধরা হয়েছিল ২৫০ মিলিয়ন ইয়েন। এই বাজেট জানাজানি হওয়ার পরই সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়। বলা হয় এই অর্থে নিরাপত্তা ও ভিআইপিদের অভ্যর্থনা করা যাবে না। 

প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতশুনোর মতে, পরে আগের বাজেট সংশোধন করে নিরাপত্তা খাতের ব্যয় ধরা হয় ৮০০ মিলিয়ন ইয়েন। বিদেশি প্রতিনিধিদের জন্য আপ্যায়ন ব্যয় ধরা হয় ৬০০ মিলিয়ন ইয়েন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের যদি একটা সাধারণ হিসাব দিতে হতো, তাহলে আপনারা যে ১.৭ মিলিয়ন ইয়েনের কথা বলছেন তাতে সেরে নেওয়া যেত।’ 

টোকিওর নিপ্পন বুডোকান মিলনায়তনে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া একটি ইভেন্টে প্রায় ৬,০০০  লোক অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। অতিথিদের মধ্যে বিদেশি প্রতিনিধি দল থাকবে ১৯০টি। এরমধ্যে ৫০টি দেশের প্রতিনিধি দলে থাকবেন রাষ্ট্র প্রধানরাও। গত জুলাই মাসে এক নির্বাচনি জনসভায় আবে নিহত হন।

আবে ছিলেন জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। তার জন্য করদাতা-তহবিলযুক্ত স্মারক অনুষ্ঠানের বিরোধিতা অব্যাহত রয়েছে। বিতর্কিত ইউনিফিকেশন চার্চের সঙ্গে তার এবং ক্ষমতাসীন দলের অন্যান্য সদস্যদের সংযোগ সম্পর্ক আবিষ্কারের মধ্য নিয়ে তার বিরোধিরা পরিস্থিতি ঘোলাটে করে তোলে। একই কারণে  প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনপ্রিয়তাও কমেছে।

মাতশুনো শেষকৃত্য নিয়ে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বিশদ বিবরণ পরিষ্কার করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতিয়ে দেখার পর প্রস্তাব অনুসারে এই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়