শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে রুশ দূতাবাসে বিস্ফোরণ, দূতাবাসের ২ কর্মীসহ নিহত ৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দূতাবাসের দুই কর্মীসহ তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এপি/ইউএনবি

সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা ও রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, হামলাকারী নিজেই বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল নাকি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করলে বিস্ফোরণ ঘটে তা এখনো স্পষ্ট নয়।

আরআইএ নভোস্তি বার্তা সংস্থা জানিয়েছে, ‘একজন রুশ কূটনীতিক ভিসার জন্য প্রার্থীদের নাম বলার জন্য দূতাবাসের বাইরে অপেক্ষমাণ ব্যক্তিদের কাছে এলে বিস্ফোরণ ঘটে।’

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন।’

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরো ১০ জন আহত হয়েছেন।’

জাদরান বলেন, বিস্ফোরণের সাথে একজন আত্মঘাতী হামলাকারী জড়িত ছিল।

তিনি বলেন, ‘ওই কূটনীতিক দূতাবাসের বাইরে অপেক্ষমাণ ভিড়ের কাছাকাছি যাওয়ার আগেই নিরাপত্তা বাহিনী বোমা হামলাকারীকে শনাক্ত করে।’

জাদরান বলেন, ‘নিরাপত্তা বাহিনী হামলাকারীকে গুলি করে। হামলাকারী গুলি করার আগে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছিল কিনা বা বন্দুকের গুলিতে বিস্ফোরকের বিস্ফোরণ হয়েছে কিনা- তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।’

জাদরান আরো বলেন, ‘তদন্ত চলছে, ওই এলাকাটি পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আফগানিস্তানের রাজধানীতে ‘রাশিয়ান দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রবেশদ্বারের অদূরে’ বিস্ফোরণটি ঘটে।

মন্ত্রণালয় বলেছে, ‘একজন উগ্রবাদী একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার ফলে রুশ কূটনৈতিক মিশনের দুই সদস্য এবং একজন আফগান নাগরিক প্রাণ হারিয়েছেন।’

বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কেউ কোনো দায় স্বীকার করেনি।

তালেবান দেশটির ক্ষমতা দখলের পর থেকে এটি সর্বশেষ হামলার ঘটনা। মার্কিন ও ন্যাটো বাহিনী তাদের সৈন্য প্রত্যাহারের পরে গত বছর তালেবান দেশটির দখল করার পর থেকেই ইসলামিক স্টেট (আইএস) স্থানীয় তালেবান ও বেসামরিকদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়