শিরোনাম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:১০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনের সামরিক স্থাপনা ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র

ফিলিপাইন

ইমরুল শাহেদ: এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত। চীন-তাইওয়ান সংকট নিয়ে ফিলিপাইন বলেছে, যদি তাইওয়ান যুদ্ধ শুরু হয়ে যায় শুরু হয়ে যায় মার্কিন সামরিক বাহিনীকে ফিলিপাইনের সামরিক স্থাপনা ব্যবহার করতে দেওয়া হবে। ইয়ন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত জোশে মানুয়েল রমুয়ালডেজ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি চুক্তি মুলতবি আছে, যাতে বলা হয়েছে ‘যদি আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়’, তা উজ্জীবিত হবে। উল্লেখ করার বিষয় হলো রমুয়ালডেজ হলেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আত্মীয়। ম্যানিলা সরকারের উপর তার প্রবল প্রভাব রয়েছে। রাষ্ট্রদূতের বক্তব্য থেকে স্পষ্ট যে, যদি চীন-তাইওয়ান যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে যুদ্ধটা হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে।

তাইওয়ান ইস্যুতে ফিলিপাইনের অবস্থান নিরপেক্ষ বলা হলেও রাষ্ট্রদূতের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল আসলে তাদের অবস্থান কি। রমুয়ালডেজ বলেছেন, ‘কেউই আসলে যুদ্ধ চান না। আমরা দুই দেশকেই উত্তেজনা কমানোর কথা বলতে চাই। আলাপ-আলোচনার মধ্যে সব ইস্যুগুলোর মীমাংসা হওয়া উচিত।’
রাষ্ট্রদূত বলেছেন, তিনি ওয়াশিংটনের সঙ্গে ফিলিপাইনে তাদের প্রয়োজন অনুসারে সামরিক স্থাপনা বাড়ানোর বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, ‘আমাদের ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনীয় এলাকা খুঁজছে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে এক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়ার ধারাবাহিকতায় রাষ্ট্রদূত রমুয়ালডেজের এই বক্তব্য সামনে এলো।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়