শিরোনাম

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান বিচারপতির মন্তব্য

আদালত অবমাননা আইনে বিশ্বাস করে না ইসলামাবাদ হাইকোর্ট

ইমরুল শাহেদ: ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আতাহার মিনাল্লা শুক্রবার বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট আদালত অবমাননার আইনে বিশ্বাস করে না। জিওটিভি

সারাদেশে সাংবাদিকদের হয়রানি নিয়ে ‘পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট’-এর করা এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘যদি কেউ ভুল কথা বলে, তাকে বলতে দিন। এই আদালত অবমাননা আইনে বিশ্বাস করে না। সমালোচনা করা থেকে আদালত কাউকে বিরত করবে না। কিন্তু সেই সমালোচনা হতে হবে সত্যের ভিত্তিতে।’ 

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধেও একটা প্রচারণা অপেক্ষমান রয়েছে। এতে আদালতের কিছু এসে যায় না। এস সময় সত্য প্রকাশ পাবেই।’

বিচারপতি মিনাল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তারা যা করছে, তা তারা সঠিক মনে করেই করছে। তিনি বলেন, ‘প্রতিটি আদালতের সুনাম তার সিদ্ধান্ত এবং আচরণের সঙ্গে জড়িত। আদালতের সাংবাদিকরা এটা ভালো জানেন।’

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আরো বলেন, ‘যার যা খুশি স্বাধীনভাবে করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। কিন্তু ভাবতে হবে তিনি কি করছেন। কাসিফ আব্বাসি এখানে উপস্থিত আছেন। তিনি খুব কঠিনভাবে আদালতের সমালোচনা করেছেন। এটা নিয়ে আদালত খুবই খুশি। তিনি কি সমালোচনা করলেন তা কোনো বিষয় নয়। আমি বুঝি না তারা জাতিকে কি দিলেন। সময়ই বলবে আদালত কোন পক্ষে দাঁড়িয়ে আছে। এই আদালত আগেও কোনো কিছু দেখে প্রভাবিত হয়নি, ভবিষ্যতেও হবে না।’

প্রধান বিচারপতি বলেন, ইসলামাবাদ হাইকোর্টই একমাত্র আদালত যার বিরুদ্ধে সব ধরনের প্রচারণা চালানো হয়েছিল। ‘সমালোচনা এই আদালতের ক্ষমতা।’

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সংবিধান পুরোপুরি কার্যকর করতে পারিনি। এদেশে সংবিধান পুরোপুরি পুনরুজ্জীবিত হলে সব ঠিক হয়ে যাবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়