শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত নাজিবের স্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর (৭০) ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সারাওয়াকের একটি সৌর শক্তি প্রকল্পের জন্য রোসমাহ মনসুরের বিরুদ্ধে ঘুষ চাওয়া ও গ্রহণের তিনটি অভিযোগ করা হয়েছিল। তিনি দেশটির আদালতে নির্দোষ বলে দাবি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার (০১ আগস্ট) হাইকোর্টের একজন বিচারক ওইসব অভিযোগে সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করেছেন। বিবিসি 

তার স্বামী নাজিব দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করার কয়েকদিন পর এই রায় এলো। রোসমাহ এখন মানি লন্ডারিং ও কর ফাঁকির আরও ১৭টি অভিযোগের মুখোমুখি আছেন। তিনি এ সকল অভিযোগের জন্যও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

প্রসিকিউটররা দাবি করেছেন, রোসমাহ ১৮ কোটি ৫৭ লাখ রিঙ্গিত ঘুষ চেয়েছিলেন সারাওয়াকের একটি সৌর শক্তি প্রকল্পের জন্য। প্রকল্পটি জিতেছে এমন একটি কোম্পানির কর্মকর্তার কাছ থেকে ৬৫ লাখ রিঙ্গিত পেয়েছেন। প্রকল্পটির মোট মূল্য ১২৫ কোটি। এই অভিযোগে রোসমাহের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ও ঘুষের পরিমাণের পাঁচগুণ পর্যন্ত জরিমানা হতে পারে। রোসমাহ কুয়ালালামপুর হাইকোর্টের সাজা স্থগিত চাইতে পারেন। তিনি দাবি করেছেন, তাকে তার সাবেক সহকারী ও সেইসঙ্গে প্রকল্পের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে প্রতারিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়