শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২, ০৩:৫২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভারত: মার্কিন নৌবাহিনী প্রধান

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্থান মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকবে ভারত। ভবিষ্যতে চীনকে ঠেকাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন মার্কিন নৌবাহিনী প্রধান অ্যাডএম মাইক গিল্ডে। তিনি আরও বলেন, বর্তমানে ভারত চীনকে দ্বিমুখী সমস্যায় ফেলছে। সময় অনলাইন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে হেরিটেজ ফাউন্ডেশনের একটি সেমিনারে উপস্থিত হয়ে মাইক বলেন, ‘ভারত এখন চীনকে শুধু পূর্বদিক থেকে নয়, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীর দিকে তাকাতে বাধ্য করছে।’

তিনি আরও যোগ করেন, ‘ভারত ভবিষ্যতে চীনকে মোকাবিলা করার ক্ষেত্রে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে।’

উল্লেখ্য, মার্কিন নৌবাহিনীর প্রধান বেশ কয়েকবার ভারত সফরে এসেছেন। গত বছরের অক্টোবরেই তিনি পাঁচদিন ভারত থেকে ঘুরে গেছেন। সে কথা স্মরণ করে বলেন, ‘ভারত মহাসাগরের যুদ্ধক্ষেত্রে ক্রমশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত ও চীনের মধ্যে বর্তমানে তাদের সীমান্ত নিয়ে সংঘর্ষ চলছে। তবে এটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।’

এদিকে, সম্প্রতি সীমান্তে চীনের ওপর নজরদারি বাড়াতে প্রিডেটর আর্মার্ড ড্রোন কেনার জন্য প্রস্তুত রয়েছে ভারত। এ বিষয়ে নয়াদিল্লি ও ওযাশিংটনের মধ্যে আলোচনা চলছে। ভারতের কাছেও এই ড্রোন এলে তা নিঃসন্দেহে চীনের জন্য হুমকিস্বরূপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়