শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২২, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া

ইমরুল শাহেদ: গণঅভ্যুত্থানের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরতে পারেন ৩ সেপ্টেম্বর। রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়াঙ্গা বীরাতুঙ্গা এমন ইঙ্গিত দিয়েছেন বলে নিউজ ফার্স্টের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, ২৪ বা ২৫ আগস্ট গোতাবায়া দেশে ফিরতে পারেন। নিউজফার্স্ট

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা কোনো ইস্যু নয়। তার চারপাশ যারা আগলে আছেন জোর করে হলেও তাকে তারা রাজনীতিতে নিয়ে আসবেন। তাতে আরেকটি গণঅভ্যুত্থানের পথ উন্মুক্ত হতে পারে।’

সাবেক এই রাষ্ট্রদূত আরো বলেন, ‘আমার মনে হয় না শ্রীলঙ্কার জনগণ তাকে আবার রাজনীতিতে গ্রহণ করবে। কারণ গত আড়াই বছর তিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিনাশ করে দিয়েছেন। আমি মনে করি তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন। ছোটখাটো কাজের জন্য তিনি উপযুক্ত এবং প্রতিরক্ষা সচিব হিসেবে তিনি সেটাই করেছেন। একটি দেশ শাসন করার জন্য সেই অভিজ্ঞতা যথেষ্ট নয়।’

উল্লেখ, করার বিষয় হলো, স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গণ-আন্দোলনের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সিঙ্গাপুরে প্রায় এক মাস থাকার পর অস্থায়ী বসবাসের জন্য গত ১১ আগস্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে যান গোতাবায়া। সে সময় থাই কর্মকর্তারা বলেছিলেন, গোতাবায়াকে প্রবেশের সুযোগ দেয়ার অনুরোধ করেছিল শ্রীলঙ্কা সরকার। এর ভিত্তিতে তাকে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়