শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২২, ০২:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২২, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমকামিতায় আইনি নিষেধাজ্ঞা তুলছে সিঙ্গাপুর

রাশিদুল ইসলাম : সমকামিতা নিষিদ্ধ করে ঔপনিবেশিক যুগে এ আইনটি প্রণয়ন করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আইনটি বাতিলের দাবি জোরদার হয় সিঙ্গাপুরে। সমকামিতা নিষিদ্ধের আইন বাতিল করতে যাচ্ছে সিঙ্গাপুর। ফলে দেশটিতে সমকামিতা বৈধতা পেতে যাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সিএনএন

দীর্ঘ বিতর্কের পর এ ঘোষণা দেওয়া হলো। এ পদক্ষেপকে ‘মানবতার জয়’ হিসেবে প্রশংসা করেছেন সিঙ্গাপুরের এলজিবিটির কর্মীরা। রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত সিঙ্গাপুর। সমকামিতা নিষিদ্ধ করে ঔপনিবেশিক যুগে ওই আইনটি প্রণয়ন করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আইনটি বাতিলে অনেকে আহ্বান জানিয়েছেন।

ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পর এশীয় দেশ হিসেবে এলজিবিটি অধিকার নিয়ে পদক্ষেপ নিল সিঙ্গাপুর।

এর আগে আইনটি বাতিল না করে সেটি প্রয়োগ না করার কথা বলেছিল সরকার। সমকামিতার পক্ষ-বিপক্ষ উভয়কে সন্তুষ্ট রাখার প্রয়াসে সরকার এ অবস্থান নিয়েছিল। তবে রোববার রাতে প্রধানমন্ত্রী লি বলেন, তারা আইনটি বাতিল করবেন। তিনি মনে করেন, ‘এটা করাই হবে সঠিক কাজ। সিঙ্গাপুরের অধিকাংশ মানুষ এটা গ্রহণ করবে।’

এলজিবিটি গোষ্ঠীগুলোর একটি জোট বলেছে, ‘এটি কষ্টার্জিত জয়। ভয়ের ওপর ভালোবাসার জয়।’ পূর্ণ সমতা প্রতিষ্ঠার পথে এটি প্রথম পদক্ষেপ বলেও মন্তব্য করে সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়