শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান 

শেহবাজ শরীফ

ইমরুল শাহেদ: শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান চান। তার ভিত্তি হবে ‘ন্যায়পরায়নতা, ন্যায়ানুগ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ’ এবং একইসঙ্গে কাশ্মীর সমস্যার সমাধানও চান জাতিসংঘের গৃহীত রেজ্যুলেশন অনুসারে। ইকোনোমিক টাইমস

দক্ষিণ এশিয়ায় স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। কাশ্মীর সমস্যা ও পাকিস্তান থেকে সীমান্ত সন্ত্রাস চালানো হয় বলে যে অভিযোগ করা হয়, সে প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক অবনত হয়ে আছে। 

শেহবাজ শরীফ বৃহস্পতিবার এসব কথা বলেছেন পাকিস্তানে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার নেইল হকিন্সের সঙ্গে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থান চায়। জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে রেজ্যুলেশন গ্রহণ করেছে, তার ভিত্তিতে পাকিস্তান জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান চায়। কাশ্মীরিদের ইচ্ছা অনুসারেই জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান হওয়া অপরিহার্য।’

শেহবাজ শরীফ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ কোনো অপশন নয়, তাই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা স্থায়ী শান্তি চাই। তিনি আরও উল্লেখ করেন, নয়া দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে প্রতিযোগিতা থাকা উচিত এবং তাদের জনগণের অবস্থার উন্নতি নিয়েও প্রতিযোগিতা থাকা উচিত। 

শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান আগ্রাসী নয়। তিনি বলেন, পাকিস্তানের আছে পারমাণবিক ‘সম্পদ’। প্রশিক্ষিত সেনাবাহিনী এর সুরক্ষা দেয়। তিনি বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়